BARC Recruitment 2022: কলকাতাতে নার্স, অ্যাসিসটেন্ট ও অন্যান্য পদে নিয়োগ @barc.gov.in

BARC Recruitment 2022: পশ্চিমবঙ্গের কলকাতা শহরে Bhabha Atomic Research Centre (BARC) তে নার্স ও আরো অন্যান্য অনেকগুলি পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত। এখনে Nurse/A, Scientific Assistant/B(Pathology), Scientific Assistant/B (Nuclear Medicine Technologist), Scientific Assistant/C (Medical Social Worker), Sub Officer/B, Scientific Assistant/B (Civil) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট 36 টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাBhabha Atomic Research Centre
(BARC)
পদের নামনার্স, অ্যাসিস্টেন্ট ও অন্যান্য
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, B.Sc
মোট শূন্যপদ36
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা, মুম্বাই, হরিয়ানা
ওয়েবসাইটbarc.gov.in

BARC Recruitment 2022 Vacancy Details

পদের নাম | Post Name

BARC Recruitment 2022 তে যে সব পদে নিয়োগ করার হবে তা নিচের তালিকায় দেওয়া হয়েছে।

  • Nurse/A -13 টি শূন্যপদ
  • Scientific Assistant/B (Pathology) – 2 টি শূন্যপদ
  • Scientific Assistant/B (Nuclear Medicine Technologist) – 8 টি শূন্যপদ
  • Scientific Assistant/C (Medical Social Worker) – 1 টি শূন্যপদ
  • Sub Officer/B – 4 টি শূন্যপদ
  • Scientific Assistant/B (Civil) – 8 টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা | Education Qualification

PostQulafication
Nurse/A10th, Diploma in Nursing & Midwifery, B.Sc in Nursing
Scientific Assistant/B (Pathology)B.Sc in Medical Lab Technology, Post Graduation Diploma in Medical Lab Technology
Scientific Assistant/B (Nuclear Medicine Technologist)Diploma in Medical Radio-Isotope Techniques/ Nuclear Medicine Technology/ Fusion Imaging Technology, B.Sc in Nuclear Medicine Technology
Scientific Assistant/C (Medical Social Worker)Post Graduation Degree in Medical Social Work
Sub Officer/B12th in Science, Chemistry
Scientific Assistant/B (Civil)Diploma in Civil Engineering

বয়সসীমা | Age Limit

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী 12 সেপ্টেম্বর 2022 তারিখ অনুযায়ী সর্বনিন্ম বয়সসীমা 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বিস্তারিত নিচে দেওয়া হলো। বয়স ছাড়ের সম্বন্ধে জানতে অফিসিয়াল নোটিশ দেখুন।

পদের নামবয়সসীমা
Nurse/A18 – 30 বছর
Scientific Assistant/B (Pathology)18 – 30 বছর
Scientific Assistant/B (Nuclear Medicine Technologist)18 – 30 বছর
Scientific Assistant/C (Medical Social Worker)18 – 30 বছর
Sub Officer/B18 – 40 বছর
Scientific Assistant/B (Civil)18 – 30 বছর

আবেদন পদ্ধতি | BARC Recruitment 2022 Apply Process

  • আগ্রহী পার্থী এখানে Bhabha Atomic Research Centre (BARC) এর অফিসিয়াল ওয়েবসাইট barc.gov.in থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
  • আবেদন করার জন্য আবেদনকারীর কারির একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল থাকা প্রয়োজন।
  • আবেদন করার আগে অবশ্যই সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান করে ডিজিটাল কপি বানিয়ে রাখতে হবে।
  • আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট আপলোড করার পরে আবেদন ফী প্রদান করতে হবে (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন করতে কোনো অসুবিধা হলে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে মেনুতে গিয়ে জব Application > How To Apply তে ক্লিক করে দেখতে পারেন।

আবেদন মূল্য | Application Fee

এখানে আবেদন করার জন্য 150 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। ST/SC/PWD এবং মহিলা পর্থীদের জন্য কোনোরকম আবেদন ফী প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ | Application Last Date

আগ্রহী পার্থী এখানে 12 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

নিয়োগ পদ্ধতি | BARC Recruitment 2022 Selection Process

এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার সফল পর্থীদের স্কিল টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

BARC Recruitment 2022 Kolkata

গুরুত্বপূর্ণ তারিখ| Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু17.08.2022
আবেদন শেষ12.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস – Download PDF
  • আবেদন লিঙ্ক – Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট – barc.gov.in
  • আমাদের টেলিগ্রাম – Join Here Free

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

BARC Recruitment 2022 FAQ

BARC Recruitment 2022 তে কটি শূন্যপদ রয়েছে?

BARC Recruitment 2022 তে মোট 36 টি শূন্যপদ রয়েছে।

BARC Recruitment 2022 আবেদন শুরু কতো তারিখ?

BARC Recruitment 2022 আবেদন শুরু 17 আগস্ট 2022

BARC Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?

BARC Recruitment 2022 তে আবেদন করার শেষ তারিখ হলো 12 সেপ্টেম্বর 2022

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “BARC Recruitment 2022: কলকাতাতে নার্স, অ্যাসিসটেন্ট ও অন্যান্য পদে নিয়োগ @barc.gov.in”

Leave a Comment