মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাসে পারমাণবিক গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, ৪৩৭৪টি শূন্যপদ

Photo of author

By Joydeep

BARC Stipendiary Trainees Recruitment 2023: ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রে, ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ট্রেডে Stipendiary Trainees নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস এবং আরও উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেও এখানে আবেদন করতে পারবেন। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। সমস্ত ট্রেড মিলিয়ে এখানে মোট ৪৩৭৪ টি শূন্যপদ রয়েছে। আরও বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাBhabha Atomic Research Centre (BARC)
পদের নামStipendiary Trainees
মোট শূন্যপদ৪৩৭৪ টি
বেতন (₹)২১,৭০০ – ৫৬,১০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটbarc.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রে নিয়োগ ২০২৩ (BARC Stipendiary Trainees Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রে, BARC-তে বিভিন্ন ট্রেডে Stipendiary Trainees নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

সমস্ত ট্রেড মিলিয়ে মোট ৪৩৭৪টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা এবং ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয় হয়েছে।

পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা ~

পদের নামশূন্যপদের সংখ্যা
Technical Officer/C১৪১ টি
Scientific Assistant/ B৭ টি
Technician/B২৪ টি
Training Scheme (Stipendiary Trainee) (Category-I)১২১৬ টি
Training Scheme (Stipendiary Trainee) (Category-II)২৯৪৬ টি

ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা ~

ট্রেডের নামশূন্যপদের সংখ্যা
বায়ো-সায়েন্স/লাইফ সায়েন্স/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/বায়োটেকনোলজি (DR-01)
রসায়ন (DR-02)
পদার্থবিদ্যা (DR-03)১৪
স্থাপত্য
রাসায়নিক২০
সিভিল২০
কম্পিউটার সায়েন্স (DR-07)১২
ড্রিলিং (DR-08)
বৈদ্যুতিক (DR-09)২৩
ইলেকট্রনিক্স (DR-10)১৫
ইন্সট্রুমেন্টেশন (DR-11)
যান্ত্রিক (DR-12)৪৪
ধাতুবিদ্যা (DR-13)
মাইনিং (DR-14)
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (DR-15)
খাদ্য প্রযুক্তি/ গার্হস্থ্য বিজ্ঞান/ পুষ্টি (DR-16)
বয়লার অ্যাটেনডেন্ট (DR-17)২৪
জৈব রসায়ন / জৈব বিজ্ঞান / জীবন বিজ্ঞান / জীববিদ্যা (TR-01)২১
রসায়ন (TR-02)১৬৯
পদার্থবিদ্যা (TR-03)১১৭
কম্পিউটার সায়েন্স (TR-04)২৫
স্থাপত্য (TR-05)
উদ্যানপালন (TR-06)২৬
রাসায়নিক (TR-07)১৭১
বৈদ্যুতিক (TR-08)১৪৪
ইলেকট্রনিক্স (TR-09)৯৮
ইলেকট্রনিক্স ও ইন্সট্রুমেন্টেশন (TR-10)৫৯
যান্ত্রিক (TR-11)৩২৮
ধাতুবিদ্যা (TR-12)
স্থাপত্য (TR-13)
সিভিল (TR-14)৬২
অটোমোবাইল (TR-15)
শিল্প নিরাপত্তা (TR-16)
ফিটার (TR-17)৬৯৮
টার্নার/ মেশিনিস্ট (TR-18)২১৩
ঢালাইকারী (TR-19)৯৯
মেকানিক মেশিন টুল রক্ষণাবেক্ষণ (TR-20)১৮
ইলেকট্রিশিয়ান (TR-21)৩৯৯
ইলেকট্রনিক মেকানিক (TR-22)২২৬
ইন্সট্রুমেন্ট মেকানিক (TR-23)১৫২
রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার মেকানিক (TR-24)৯৫
ড্রাফটসম্যান (যান্ত্রিক) (TR-25)৫২
ড্রাফটসম্যান (সিভিল) (TR-26)১৫
ম্যাসন (TR-27)৩০
প্লাম্বার (TR-28)৪২
ছুতার (TR-29)২৭
মেকানিক মোটরযান (TR-30)২৪
ডিজেল মেকানিক (TR-31)১৯
প্ল্যান্ট অপারেটর (TR-32)৫৩২
পরীক্ষাগার (TR-33)৩০৩
ডেন্টাল টেকনিশিয়ান – হাইজিনিস্ট (TR-34)
ডেন্টাল টেকনিশিয়ান – মেকানিক (TR-35)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

BARC Stipendiary Trainees Recruitment 2023-তে প্রতিটি ক্ষুদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে আবেদন করার জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, M.Sc, B.Sc, BE/B.Tech, M.Lib, ডিপ্লোমা করা থাকতে হবে। পদ বা ট্রেড অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। পদ অনুযায়ী বয়সসীমা নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামবয়সসীমা (বছর)
Technical Officer/C১৮ – ৩৫
Scientific Assistant/ B১৮ – ৩০
Technician/B১৮ – ২৫
Training Scheme (Stipendiary Trainee) (Category-I)১৯ – ২৫
Training Scheme (Stipendiary Trainee) (Category-II)১৮ – ২২

আবেদন পদ্ধতি (Apply Process)

BARC Stipendiary Trainees Recruitment 2023

ভারতের পারমাণবিক গবেষণা কেন্দ্রে, ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC)-তে Stipendiary Trainees এর জন্য প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথম barconlineexam.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন সম্পন্ন হবে আবেদন সংক্রান্ত তথ্য পরবর্তীতে প্রয়োজনের ক্ষেত্রে প্রিন্ট আউট করে রাখতে পারেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা পরিমাণ আবেদন মূল্য রাখা হয়েছে। পদ অনুযায়ী আবেদন মূল্য নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Technical Officer: Rs. 500/-
  • Scientific Assistant/B: Rs. 150/-
  • Technician/B: Rs. 100/-
  • Stipendiary Trainee (Category-I): Rs. 150/-
  • Stipendiary Trainee (Category-II): Rs. 100/-
  • SC/ST, PwBD এবং মহিলা প্রার্থীদের: আবেদন মূল্য প্রয়োজন নেই
  • Ex-Servicemen: আবেদন মূল্য প্রয়োজন নেই (শুধুমাত্র Technician/B পদের ক্ষেত্রে)

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

BARC Stipendiary Trainees Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ২২এই মে, ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিতে কম্পিউটার টেস্ট, এডভান্স টেস্ট, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু২৪.০৪.২০২৩
আবেদন শেষ২২.০৫.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: barc.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.