কো-অপারেটিভ দুগ্ধ সিমিতিতে চাকরির সুযোগ, ১৬,০০০ টাকা বেতন – শীঘ্রই আবেদন করুন

No Comments

Photo of author

By banglaportal.in

Bardhaman Co-Op Milk Centre Accountant Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কো-অপারেটিভ দুগ্ধ সিমিতিতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদে Accountant পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাWest Bengal Co-Operative Service Commission
পদের নামAccountant
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১৬,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানবর্ধমান, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.webcsc.org
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

বর্ধমান জেলার কো-অপারেটিভ দুগ্ধ সিমিতিতে নিয়োগ ২০২৩

পদের নাম

কো-অপারেটিভ দুগ্ধ সিমিতি এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Accountant

মোট শূন্যপদ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Accountant পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com সহ Accountancy বিষয়ে জ্ঞান থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ০৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যুক্ত করে স্ক্যান করে একটি PDF format তৈরি করতে হবে। তারপরে cscwbbb@gmail.Com এই ইমেইল ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বা তার আগে পাঠাতে হবে।

ইন্টারভিউ স্থান

Bardhaman Co-op.Milk Producers’ Union Ltd., 2 no. Sankharipukur, Sailesh Banerjee Road, P.O- Sripally, Burdwan, PIN- 713103

আবেদনের শেষ তারিখ

কো-অপারেটিভ দুগ্ধ সিমিতি এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ০৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৮.২০২৩
আবেদন শেষ০৪.০৯.২০২৩
ইন্টারভিউ তারিখ০৫.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.webcsc.org
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment