BCAS Job Vacancy 2023: সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (BCAS) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ৯৮টি শূন্যপদে এভিয়েশন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং ডিসপ্যাচ রাইডার নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার বাসিন্ধ এখানে আবেদন করতে পারবেন। আগামী ২৩এই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন চলবে। BCAS Recruitment 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Bureau of Civil Aviation Security (BCAS) |
---|---|
পদের নাম | Aviation Security Assistant, Dispatch Rider |
মোট শূন্যপদ | ৯৮ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরির |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | bcasindia.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরোতে নিয়োগ ২০২৩ (BCAS Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (BCAS) এর পক্ষ থেকে এভিয়েশন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট (Aviation Security Assistant) এবং (Dispatch Rider) ডিসপ্যাচ রাইডার নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ৯৮টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
CASLO Coordinator | ০৪ টি |
Senior Aviation Security Officer | ০৫ টি |
Aviation Security Officer | ১৮ টি |
Deputy Aviation Security Officer | ১৪ টি |
Senior Aviation Security Assistant | ০৫ টি |
Aviation Security Assistant | ২২ টি |
Dispatch Rider | ১৪ টি |
Staff Car Driver (Grade-I) | ০৪ টি |
Staff Car Driver (Grade-II) | ০৭ টি |
Staff Car Driver (OG) | ০১ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন এবং কিছু কিছু পদের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
BCAS Job Vacancy 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন বয়সসীমা রয়েছে। বিস্তারিত তথ্য নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|
CASLO Coordinator | ৫৬ বছর |
Senior Aviation Security Officer | ৫৬ বছর |
Aviation Security Officer | ৫৬ বছর |
Deputy Aviation Security Officer | ৫৬ বছর |
Senior Aviation Security Assistant | ৫৬ বছর |
Aviation Security Assistant | ৪০ বছর |
Dispatch Rider | ৫২ বছর |
Staff Car Driver (Grade-I) | ৫৬ বছর |
Staff Car Driver (Grade-II) | ৫৬ বছর |
Staff Car Driver (OG) | ৫২ বছর |
আবেদন পদ্ধতি (BCAS Recruitment 2023 Apply Process)
BCAS Recruitment 2023-তে অনলাইন আবেদন করার সুবিধা না থাকায়, আগ্রহী ও যোগ্য পার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক তার যোগ্য কিনা। আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে। এরপর সেটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় নিজে গিয়ে বা রেজিষ্টার পোস্ট বা স্পীড পোস্ট বা অন্যান্য পরিষেবার মাধ্যমে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The Deputy Director (Pers), Bureau of Civil Aviation Security, A Wing, I-III Floor, Janpath Bhawan, Janpath, New Delhi
আবেদন মূল্য (Application Fee)
BCAS Job Vacancy 2023-তে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
এখানে আগামী ২৩এই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
BCAS Job Vacancy 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০১.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০১.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |