Bidhan Chandra Krishi Viswvidyalaya (BCKV) Recruitment 2023: কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্যের নাদিয়া জেলার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোর্স ফ্যাসিলিটেটর পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন। BCKV Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার সম্পূর্ন পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Bidhan Chandra Krishi Viswvidyalaya (BCKV) |
---|---|
পদের নাম | Course Facilitator |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ১৭,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | নাদিয়া, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | bckv.edu.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পশ্চিমবঙ্গের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের নাদিয়া জেলার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স ফ্যাসিলিটেটর (Course Facilitator) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
BCKV এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট একটি শূন্যপদে রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য যেকোনো স্বকৃতি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture/Horticulture তে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়সসীমা সম্পর্কিত কোনো তথ্য উল্লেখ করা নেই।
বেতন (Salary)
BCKV-তে Course Facilitator পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ১৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

পশ্চিমবঙ্গের নাদিয়া জেলার বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে Course Facilitator পদে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন আপনি এখানে আবেদন করার জন্য যোগ্য কিনা। এরপর যদি যোগ্য হয়ে থাকেন তাহলে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ২৩এই মে, সকাল ১১টা এর আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- পরিচয় প্রমাণপত্র।
- ঠিকানার প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি যাকে)।
- পাসপোর্ট সাইজ রাগিন ছবি।
- সিগনেচার (স্বাক্ষর)।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কোর্স ফ্যাসিলিটেটর পদে আবেদন করার শেষ তারিখ বা ইন্টারভিউ এর তারিখ হলো ২৩ মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৪.০৫.২০২৩ |
ইন্টারভিউ | ২৩.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: bckv.edu.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |