BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ | Data Entry Oparetor Recruitment

বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে ফুড অ্যান্ড সাপ্লাই দপ্তরে ইনস্পেক্টর এর অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার নোটিস বেরিয়েছে। কাজটি পার্মানেন্ট না, পুরো পুরি অস্থায়ী চুক্তি তে হবে। ৩০/০৪/২০২২ পর্যন্ত এই চুক্তি টি থাকবে। আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে পুরো পোস্টটি ভালো করে পড়ুন।

BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ | Data Entry Oparetor Recruitment

Bankura District BDO Office Data Entry Oparetor Job


প্রকল্পের নাম Bankura District BDO Office Data Entry Operator Recruitment 2021
পদের নাম Data Entry Oparetor
বিজ্ঞপ্তি প্রকাশিত ৭/১২/২০২১
শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন
আবেদন শুরু ৮/১২/২০২১
আবেদন শেষ ১৪/১২/২০২১
শূন্য পদ ১ টি
চাকরির স্থান রনিবাঁধ, পুরুলিয়া



BDO Office Data Entry Oparetor Jobs Recruitment

বাঁকুড়া জেলার BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও কিছু তথ্য –

শিক্ষাগত যোগ্যতা ~

এই পদটির জন্য ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্রেজুয়েশন পাস করা থাকতে হবে।

তারসঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন তে ডিপ্লোমা থাকতে হবে এবং MS-Office এর পারদর্শী থাকতে হবে।

বয়স সীমা ~

বয়স সীমা রেখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। বয়স ছাড়ের কোনো কথা উল্লেখ্য করা হয় নি।

শূন্যপদ :-  মাত্র ১ টি।

বেতন :- ১৩,০০০ টাকা।

আবেদনের শেষদিন :- ১৪/১২/২০২১

আবেদন ফি :- কোনো রকম আবেদন ফি রাখা হয় নি। সুম্পর্ন বিনামূল্যে আবেদন করা যাবে।

আবেদন করার পদ্ধতি ( How To Apply )

আগে থেকে আবেদন করার দরকার নেই। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র ফিলাপ করে তার সাথে জরুরী ডকুমেন্ট যুক্ত করে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের দিন যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে-

  1. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (মাধ্যমিকের রেজাল্ট)
  2. স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র (আধার কার্ড/ রেশন কার্ড)
  3. বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
  4. কাস্ট সার্টিফিকেট
  5. দুটি পাসপোর্ট ফটো
  6. ফিলাপ করা আবেদনপত্র

নিয়োগ পদ্ধতি ( Selection Process )

প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যেসব প্রার্থী আগে সরকারি দপ্তরের কাজ করার অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারভিউটি যেখানে নেওয়া হবে সেটি হল- BirsaMunda auditorium, office of the BDO Rani Bagh.

গুরত্বপূর্ন তারিখ ( Importent Dates )

আবেদন প্রকাশিত :- ৭/১২/২০২১

আবেদন শুরু :- ৮/১২/২০২১

আবেদন শেষ :- ১৪/১২/২০২১

ইন্টারভিউ তারিখ :- ১৪/১২/২০২১

প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )

Official Notice :- Click Here

Official Website :- Click Here

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment