বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লকে ফুড অ্যান্ড সাপ্লাই দপ্তরে ইনস্পেক্টর এর অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার নোটিস বেরিয়েছে। কাজটি পার্মানেন্ট না, পুরো পুরি অস্থায়ী চুক্তি তে হবে। ৩০/০৪/২০২২ পর্যন্ত এই চুক্তি টি থাকবে। আপনি যদি আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে পুরো পোস্টটি ভালো করে পড়ুন।
Bankura District BDO Office Data Entry Oparetor Job
প্রকল্পের নাম | Bankura District BDO Office Data Entry Operator Recruitment 2021 |
পদের নাম | Data Entry Oparetor |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৭/১২/২০২১ |
শিক্ষাগত যোগ্যতা | গ্র্যাজুয়েশন |
আবেদন শুরু | ৮/১২/২০২১ |
আবেদন শেষ | ১৪/১২/২০২১ |
শূন্য পদ | ১ টি |
চাকরির স্থান | রনিবাঁধ, পুরুলিয়া |
BDO Office Data Entry Oparetor Jobs Recruitment
বাঁকুড়া জেলার BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও কিছু তথ্য –
শিক্ষাগত যোগ্যতা ~
এই পদটির জন্য ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্রেজুয়েশন পাস করা থাকতে হবে।
তারসঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন তে ডিপ্লোমা থাকতে হবে এবং MS-Office এর পারদর্শী থাকতে হবে।
বয়স সীমা ~
বয়স সীমা রেখা হয়েছে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। বয়স ছাড়ের কোনো কথা উল্লেখ্য করা হয় নি।
শূন্যপদ :- মাত্র ১ টি।
বেতন :- ১৩,০০০ টাকা।
আবেদনের শেষদিন :- ১৪/১২/২০২১
আবেদন ফি :- কোনো রকম আবেদন ফি রাখা হয় নি। সুম্পর্ন বিনামূল্যে আবেদন করা যাবে।
আবেদন করার পদ্ধতি ( How To Apply )
আগে থেকে আবেদন করার দরকার নেই। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র ফিলাপ করে তার সাথে জরুরী ডকুমেন্ট যুক্ত করে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউয়ের দিন যে যে ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে-
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (মাধ্যমিকের রেজাল্ট)
- স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র (আধার কার্ড/ রেশন কার্ড)
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
- কাস্ট সার্টিফিকেট
- দুটি পাসপোর্ট ফটো
- ফিলাপ করা আবেদনপত্র
নিয়োগ পদ্ধতি ( Selection Process )
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যেসব প্রার্থী আগে সরকারি দপ্তরের কাজ করার অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইন্টারভিউটি যেখানে নেওয়া হবে সেটি হল- BirsaMunda auditorium, office of the BDO Rani Bagh.
গুরত্বপূর্ন তারিখ ( Importent Dates )
আবেদন প্রকাশিত :- ৭/১২/২০২১
আবেদন শুরু :- ৮/১২/২০২১
আবেদন শেষ :- ১৪/১২/২০২১
ইন্টারভিউ তারিখ :- ১৪/১২/২০২১
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
Official Notice :- Click Here
Official Website :- Click Here