West Bengal BDO Office Data Entry Operator Recruitment 2022
পশ্চমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদন করার পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে। পানি যদি এখানে বেদন করতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে একবার ভালোকরে পড়েননি।
প্রতিষ্ঠান | BDO Office |
পদের নাম | Data Entry Operator |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৩.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | গ্রেজুয়েশন |
আবেদন শুরু | ২৩.০৩.২০২২ |
আবেদন শেষ | ১৪.০৪.২০২২ |
শূন্য পদ | ১ টি |
চাকরির স্থান | ভরতপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ |
BDO Office Data Entry Operator Recruitment
শিক্ষাগত যোগ্যতা ~
চাকরি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং কম্পিউটার অ্যপ্লিকেশন কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স সীমা ~
এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সুণ্যপদ ~ এখানে কেবল মাত্র ১ টি শূন্যপদ রয়েছে
বেতন ~ চাকরি প্রার্থীরা কে প্রতিমাসে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন করা শেষ তারিখ ~ 18/04/2022 সকাল 10.30. মিনিট থেকে বিকেল 5.30 মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য ~ উল্লেখ নেই
আবেদন পদ্ধতি (How To Apply)
এখনে অনলাইন আবেদনের সুবিধা রাখা হয়নি। এখনো আপনাকে অফলাইনের মাধ্যমের আবেদন করতে হবে। আবেদন ফ্রমটি নিচের লিংক থেকে ডাউনলোড করে তার প্রিন্ট বেরকরুন। তারপর আবেদন পাত্রটি সুন্দর ভাবে পূরণ করে তার সঙ্গে নিজের ডকুমেন্ট এর কপি যুক্ত করে অফিসার ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশিট
- বয়সের প্রমানপএ
- আধার কার্ড, ভোটার কার্ড,প্যান কার্ড ,ড্রাইভিং লাইসেন্স
- বায়ো ডাটা
- পাসপোর্ট সাইজের চার কপি ফটো।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ The Block Development Officer and Chairperson, Block Level Selection Committee for engagement of DEO (CMDMp), Bharatpur-l Development Block, Murshidabad.
নিয়োগ পদ্ধতি (Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । তার পরে নিয়োগ করা হবে
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – 23.03.2022
আবেদন শুরু – 22.03.2022
আবেদন শেষ – 18.04.2022
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links )
অফিসিয়াল নোটিস – Click Here
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here