প্রতিমাসে ১৭,৪৯৮ টাকা বেতন, BECIL-তে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ চলছে

No Comments

Photo of author

By banglaportal.in

BECIL Data Entry Operator Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে Data Entry Operator পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৭,৪৯৮/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBroadcast Engineering Consultants India Limited (BECIL)
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ০৩ টি
বেতন (₹)১৭,৪৯৮/-
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটbecil.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

BECIL-তে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩

পদের নাম

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো- Data Entry Operator।

মোট শূন্যপদ

BECIL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে থাকতে হবে।

বেতন

এখানে Data Entry Operator পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৭,৪৯৮/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনটি সব ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন করা হয়ে গেলে রেফারেন্স জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৮৫/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST/ PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫৩১/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

BECIL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০৩ সেপ্টেম্বর ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৪.০৮.২০২৩
আবেদন শুরু২৪.০৮.২০২৩
আবেদন শেষ০৩.০৯.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: becil.com
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment