BECIL Jr.Lab Technologist Recruitment 2022-23: পশ্চিমবঙ্গে ভারত সরকারের তরফে Jr.Lab Technologist (Haematology), Jr.Leb Technology (Microbiology) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে আগামী 30 ডিসেম্বর 2022 তারিখ থেকে। প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
---|---|
পদের নাম | Jr.Lab Technology Haematology, Jr Lab Technology Microbiology |
মোট শূন্যপদ | 02 টি |
বেতন | 24,000/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | ইন্টারভিউ |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | becil.com |
টেলিগ্ৰাম | Join Here |
BECIL Jr.Lab Technologist Recruitment 2022-23
পদের নাম – Post Name
BECIL Recruitment 2022-23 তে পশ্চিমবঙ্গে মে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল – Jr. Leb Technology Haematology, Jr. Lab Technology Microbiology.
মোট শূন্যপদ – Total Vacancy
BECIL Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 02 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
BECIL Recruitment 2022-23 তে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Jr.Lab. Technology Haematology, Jr. Lab Technology Microbiology (DMLT) করে থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন।এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন – Salary
BECIL Recruitment 2022-23 তে প্রার্থীদের প্রতিমাসে 24,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – Apply Process
আগ্ৰহী প্রার্থীরা এখানে আলাদা আলাদা ভাবে আবেদন করা কোন প্রয়োজন নেই। প্রার্থীরা প্রথমে সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে মধ্যে উপস্থিত হতে হবে।
আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- কাস্ট সার্টিফিকেট।
- পেন কার্ড।
- অভিজ্ঞতা সার্টিফিকেট।
ইন্টারভিউ স্থান
Chittaranjan National Cancer institute (CNCl), Kolkata, Street No-299, Dj Block, Action Area -1.Newtown, Kolkata – 700156.
ইন্টারভিউ তারিখ
BECIL Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আগ্ৰহী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 30.12.2022 তারিখ (সকাল 10:30 am)।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.12.2022 |
ইন্টারভিউ তারিখ | 30.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস/আবেদনপত্র – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |