BECIL Recruitment 2022: মাধ্যমিক পাশে রোগী পরিচর্যা পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি ২০২২

BECIL Patient Care Attendant Recruitment 2022: পশ্চিমবঙ্গে কলকাতা শহরে Broadcast Engineering Consultants India Limited (BECIL) এর তরফ থেকে রোগী পরিচর্যা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস এবং ANM করা থাকলেই BECIL Recruitment 2022 এর জন্য আবেদন করতে পারবেন। এখানে প্রতিমাসে 17,498 টাকা বেতনের ব্যাবস্থা রয়েছে। কিভাবে আবেদন করতে হবে বা এই চাকরির সম্বন্ধে আরো বিস্তারিত জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাBECIL
চাকরির নামBECIL Recruitment 2022
পদের নামPatient Care Attendant
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস / ANM
মোট শূন্যপদ14
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটbecil.com

BECIL Patient Care Attendant Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে BECIL এর তরফ থেকে রোগী পরিচর্যা (Patient Care Attendant) পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা | Education Qualification

BECIL Patient Care Attendant পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং ANM কোর্স করা থাকতে হবে।

মোট শূন্যপদ | Total Vacancy

BECIL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 14 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন | Salary

BECIL Patient Care Attendant পদের চাকরি পর্থীদের প্রতিমাসে 17,498 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | How To Apply BECIL Recruitment 2022

BECIL Recruitment 2022 Poster

BECIL Recruitment 2022 তে আবেদন করার জন্য becil.com তে যেতে হবে। এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বৈধ একটি মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি প্রয়োজন। কিভাবে আবেদন করতে হবে এই বিষয়ে নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

  • প্রথমে becil.com ওয়েবসাইটটি খুলুন।
  • তারপর ADVERTISEMENT NO. 178 সিলেক্ট করুন।
  • তোমার সাধারণ তথ্য দিন।
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য দিন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন পত্রটি একবার যাচাই করের নিন এবং কিছু ভুল থাকলে সংশোধন করে নিন।
  • অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য প্রদান করুন।
  • সর্বশেষ সাবমিট করুন এবং একটি প্রিন্ট আউট বের করে নিন।

আবেদন মূল্য | Application Fee

ST/SC/EWS/PH শ্রেণীর পর্থীদের জন্য 450 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এবং বাকি পার্থীদের ক্ষেত্রে 750 টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ | Application Last Date

BECIL Recruitment 2022 তে আগামী 15 আগস্ট 2022 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

BECIL নিয়োগ প্রক্রিয়া | BECIL Selection Process

এখানে আবেদনকারী পার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় যেসকল পার্থী সফল হবে তাদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত04.08.2022
আবেদন শুরু04.08.2022
আবেদন শেষ14.08.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস – Download PDF
  • আবেদন লিঙ্ক – Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট – becil.com
  • আমাদের টেলিগ্রাম – Join Here Free

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সমস্ত সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “BECIL Recruitment 2022: মাধ্যমিক পাশে রোগী পরিচর্যা পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি ২০২২”

Leave a Comment