কলকাতায় BECIL কোম্পানিতে ২৬৮ জন কর্মী নিয়োগ করা হচ্ছে, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

BECIL Technician Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কেন্দ্রীয় সরকারের তরফে BECIL এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এখানে মোট ২৬৮টি শূন্যপদে RedioTherapy Technician নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। BECIL Technician Recruitment 2023 সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই আর্টিকেল আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাBECIL (Broadcast Engineering Consultants India Limited)
পদের নামRadio Therapy Technician & Sr. RedioTherapy Technician
মোট শূন্যপদ২৬৮ টি
বেতন (₹)২৫,০০০ – ৬০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটbecil.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতায় BECIL কোম্পানিতে নিয়োগ ২০২৩ (BECIL Technician Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে Radio Therapy Technician এবং Sr. RedioTherapy Technician পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

BECIL Technician Recruitment 2023-তে সব মিলিয়ে মোট 268 টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে RedioTherapy তে B. SC করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তবেই আবেদনের যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা (Age Limit)

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো রকম বয়স সীমা সম্পর্কিত তথ্য উল্লেখ করা নেই।

বেতন (Salary)

BECIL Technician Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Radiotherapy Technician পদে নির্বাচিত পর্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং Sr. Radiotherapy Technician পদে প্রতিমাসে ৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আপনারা যাঁরা আবেদন করতে চান তাঁরা নিচে দেওয়া APPLY LINK এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন এর সময় আপনার সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

BECIL Technician Recruitment 2023
  • প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • রেজিষ্টেশন বা লগইন করুন।
  • পছন্দের পদের বিজ্ঞপ্তি সিলেক্ট করুন।
  • আবেদনকারীর তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • শিক্ষাগত যোগ্যতার তথ্য দিন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদনপত্রটি যাচাই করে দেখুন।
  • আবেদন মূল্য জমা করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আবেদন পৃষ্টার শেষে উল্লিখিত ইমেইল আইডিটা পাঠান।

এখানে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

A) Registration Form (Offline)

B) Educational / Professional Certificates

C) Birth Certificate

D) Caste Certificate, if any.

E) Work Experience Certificates

F) PAN Card & Aadhar Card

G) Copy of EPF/ESIC Card (if already have)

H) Police Verification (at the time of joining)

আবেদন মূল্য (Application Fee)

GEN/OBC/ESM/WOMEN প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।SC/ST/EWS/PH প্রার্থীদের জন্য ৫৩১ টাকা আবেদন মূল্য লাগবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

BECIL Technician Recruitment 2023-তে অনলাইন আবেদনের শেষ তারিখ হলো ২২ ফেব্রুয়ারী ২০২৩

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

BECIL Technician Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

ইন্টারভিউ এর স্থান

Chittaranjan National Cancer Institute (CNCI) Kolkata, Street No.299, DJ Block, Action Area-1, Newtown, Kolkata-700156

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০২.২০২৩
আবেদন শুরু১৩.০২.২০২৩
আবেদন শেষ২২.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment