Best Investment Plan 2023: আপনি এইবছর অর্থাৎ ২০২৩ সালে যদি ব্যাংকে বা পোস্ট অফিসের কোনো স্কিমে টাকা বিনিয়োগ করার ভাবছেন তাহলে এই পোস্টটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন। বর্তমানে কোন কোন ব্যাংকে টাকা জমা করলে বেশি লাভবান হবেন বা পোস্ট অফিসের কোন স্কিমে টাকা জমা করলে বেশি রিটার্ন পাবেন এই নিয়েই আজকের প্রতিবেদন। আজকের এই পোস্টের মধ্যে ২০২৩ সালের নতুন সুদের হার অনুযায়ী কিছু ব্যাংক ও পোস্ট অফিসের স্কিম এর সম্পর্কে নিচে উল্লেখ্য করা হয়েছে, যেখানে আপনি টাকা বিনিয়োগ করে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন।
SBI (State Bank of India)
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-তে দশ বছরের বিনিয়োগে ৬.৮% সুদ পাবেন যদি আপনার বিনিয়োগ করা টাকার পরিমাণ ২ কোটির কম হয়। আপনি এখানে যদি ১০ বছরের জন্য ১ লক্ষ্য টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে ১,৯০,৫৫৫ টাকা রিটার্ন পাবেন। SBI ফিক্সড ডিপোজিট এর ক্যালকুলেটর অনুসারে আপনি দশ বছরে ১ লক্ষ টাকায় ৯০,৫৫৫ টাকা লাভ পাবেন, অর্থাৎ এখানে আপনি প্রায় ডবলের খুব কাছাকাছি রিটার্ন পাবেন।
Punjab National Bank
পাঞ্জাব নেশনাল্ ব্যাঙ্কে দশ বছরের মেয়াদে মিলবে ৬.৫% সুদ পাবেন। দুই কোটি টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে আপনি এই সুদের হার পাবেন। বর্তমানে আপনি এখানে ১ লক্ষ্য টাকা বিনিয়োগ করে দশ বছর পর ১৯০৫৫৬ টাকা রিটার্ন পাবেন, অর্থাৎ এখানে ৯০,৫৫৬ টাকা সুদ পাবেন।
HDFC Bank
দুই কোটি টাকার কম হলে দশ বছরের বিনিয়োগে HDFC ব্যাংক দিচ্ছে ৭% সুদ। HDFC ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী ১ লক্ষ্য বিনিয়োগে দশ বছরে পাবেন ১,০০,১৬০ টাকা সুদ। অর্থাৎ আপনি যদি এখানে দশ বছরের জন্য ১ লক্ষ্য টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ সমিত আপনি ২,০০,১৬০ টাকা রিটার্ন পাবেন।
কিষান বিকাশ প্রকল্প
কিষান বিকাশ প্রকল্প হলো পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম। তিন মাস ছাড়া ছাড়া এই প্রকল্পের সুদের হার পরিবর্তন হয়, বর্তমানে পাবেন ৭.২% সুদ। এখানে আপনি নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। বর্তমানের সুদের হার অনুযায়ী আপনি যদি এখানে ১ লক্ষ্য টাকা বিনিয়োগ করেন তাহলে দশ বছর পর আপনি ২ লক্ষ্য টাকা রিটার্ন পাবেন। এই প্রকল্পে 80C ধারায় কর ছাড় পাওয়া যায় না। তবে মেয়াদ পূর্ন হওয়ার পর অর্থ তোলা হলে TDS কাটা হয় না।
সবচেয়ে বেশি লাভ কোথায় পাবেন

SBI | ৬.৮% সুদ |
Punjab National Bank | ৬.৫% সুদ |
HDFC Bank | ৭% সুদ |
কিষান বিকাশ প্রকল্প | ৭.২% সুদ |
** ব্যাংকে ফিক্সড ডিপোজিট এর সুদ যদি ৪০,০০০ টাকার অধিক হয়, তাহলে TDS হিসেবে প্যান কার্ড ব্যবহারকারীকে ১০% কর দিতে হবে। আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে ২০% কর গুনতে হবে।
এই ধরনের গুরুত্বপূর্ন খবর বাংলা ভাষায় পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন।
হোয়াটসঅ্যাপ | Join Group |
টেলিগ্রাম | Join Here |
অন্যান্য খবর | Click Here |