BGCL Recruitment 2022: বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) এর তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট এবং চিফ অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 37 টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে 30 আগস্ট 2022 তারিখ থেকে 28 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত। প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Bengal Gas Company Limited (BGCL) |
পদের নাম | Jr. Associate এবং Chief Associate |
মোট শূন্যপদ | 37 টি |
বেতন | 50,000 – 1,15,000/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | bgcl.co.in |
বেঙ্গল গ্যাস কোম্পানিতে নিয়োগ ২০২২ | BGCL Recruitment 2022
পদের নাম | Post Name
এখানে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL) এর তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট, চিফ অ্যাসোসিয়েট, অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েট এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification
BGCL Recruitment 2022 তে আবেদন করার জন্য MBA/PGDM/MMS, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। প্রতিটি পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা | Age Limit
এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 50 বছর। তবে, পদের জন্য আলাদা বয়সসীমা রয়েছে।
পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|
Jr. Associate | 30 বছর |
Assistant Associate | 32 বছর |
Associate | 36 বছর |
Company Secretary | 36 বছর |
Senior Associate | 40 বছর |
Chief Associate | 50 বছর |
মোট শূন্যপদ | Total Vacancy
সব মিলিয়ে এখানে মোট 37 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
বেতন | Salary
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1,15,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের তালিকায় দেওয়া হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Jr. Associate | 50,000/- |
Assistant Associate | 65,000/- |
Associate | 80,000/- |
Company Secretary | 80,000/- |
Senior Associate | 1,00,000/- |
Chief Associate | 1,15,000/- |
আবেদন পদ্ধতি | BGCL Recruitment 2022 Apply Online
- আগ্রহী পার্থী www.bgcl.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
- অথবা, নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে।
- তারপর রেজিষ্টার বা লগইন করতে হবে।
- আবেদন বিভাগে ক্লিক করতে হবে।
- BGCL আবেদন সম্পর্কিত লিঙ্কে ক্লিক করতে হবে।
- তারপর অনলাইন ফর্ম টি পূরণ করতে হবে।
- অবশেষে আবেদনটি সাবমিট করে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া |BGCL Job Vacancy 2022 Selection Process
জুনিয়র অ্যাসোসিয়েট, চিফ অ্যাসোসিয়েট এবং অন্যান্য পদের জন্য শারীরিক সহনশীলতা পরীক্ষা (PET) এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.08.2022 |
আবেদন শুরু | 30.08.2022 |
আবেদন শেষ | 28.09.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
BGCL Recruitment 2022 – FAQ

BGCL Recruitment 2022 তে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে?
BGCL Recruitment 2022 তে জুনিয়র অ্যাসোসিয়েট, চিফ অ্যাসোসিয়েট, অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েট এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে।
বেঙ্গল গ্যাস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ ডাউনলোড করবো কিভাবে?
বেঙ্গল গ্যাস কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
বেঙ্গল গ্যাস কোম্পানিতে চাকরির আবেদন শুরু কত তারিখ?
বেঙ্গল গ্যাস কোম্পানিতে চাকরির আবেদন শুরু 30 আগস্ট 2022 তারিখ।
BGCL Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?
BGCL Recruitment 2022 তে আবেদন শেষ তারিখ হলো 28 সেপ্টেম্বর 2022.
BGCL Recruitment 2022 তে আবেদন করবো কিভাবে?
BGCL Recruitment 2022 তে আবেদন করার লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Apply Here তে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।