BMSSY: বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ২ লক্ষ্য টাকা পর্যন্ত অনুদান শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য

Bina Mulya Samajik Suraksha Yojana 2023 : পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা। সাধারণ মানুষের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে রাজ্যের প্রায় ৪ কোটির উপরের মানুষ এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা পাবেন। ২০১৭ সালে পশ্চিমবঙ্গ সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য SSY (সামাজিক সুরক্ষা যোজনা) প্রকল্প চালু করা হয়েছি। সেই প্রকল্পকে নতুন ভাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নাম পরিবর্তন করা হয়েছে। এই প্রকল্পের সুবিধাভোগীদের সরকার নিজেই সুবিধাভোগীদের SSY বই এ প্রতিমাসে ২৫ টাকা করে প্রদান করা হচ্ছে। এই সিদ্ধান্ত ১ লা এপ্রিল ২০২০ থেকে নেওয়া হয়। এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত বহাল আছে।আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কি কি সুবিধা আছে এবং কি কি ডকুমেন্ট লাগবে।

Bina Mulya Samajik Suraksha Yojana

BMSSY – এই প্রকল্পের সুবিধা পেতে কি কি শর্ত রয়েছে ?

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • যারা আগে থেকেই সামাজিক সুরক্ষা যোজনায় যুক্ত আছেন, তাঁদের নতুন ভাবে Form 1 পূরণ করতে হবে

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধাগুলি

১) আবেদনকারীর স্বাভাবিক মৃত্যু হলে ৫০ হাজার টাকার অনুদান পাবেন।

২) আবেদনকারীর দুর্ঘটনার কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকা অনুদান পাবেন।

৩) যদি কোনো আবেদনকারীর কোনো দুর্ঘটনার কারণে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে অনুদান দেওয়া হবে।

৪) আবেদনকারী ৪০% শারীরিক অক্ষম (Handicap) থাকলে ৫০,০০০/- টাকা অনুদান পাবেন।

৫) উপভোক্তার ছেলে – মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক, ডাক্তার ডিগ্রি পর্যন্ত প্রত্যেক বছর অনুদান দেওয়া হবে।

৬) অবশ্যই মনে রাখতে হবে আপনার ছেলে – মেয়ে বিবাহের আগে পর্যন্ত পড়াশোনা খরচ এর জন্য এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন।

৭) মাধ্যমিক পাস করার পর ১১ ক্লাসে পড়াশুনা করার জন্য ভর্তি হলেই ৪০০০ টাকা অনুদান পেতে পারে।

৮) ITI – এ কোর্স চলাকালীন প্রতি বছর ১০ হাজার টাকা অনুদান পেতে পারে।

৯) ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং আরোও উচ্চ ক্ষেত্রে পড়াশুনার জন্য এই প্রকল্পের মাধ্যমে ৩০,০০০/- টাকা পর্যন্ত অনুদান পাবেন।

১০) আবেদনকারী সকল কে সামাজিক মুক্তি কার্ড দেওয়া হবে।

১১) আবেদনকারীর ৬০ বছর পূর্ণ হয়ে গেলেই, পেনশন পেতে শুরু করবেন।

১২) অপারেশন এবং অন্যান্য বড়ো কোনো ধরণের সার্জারি হয়ে থাকলে, এই প্রকল্পের মাধ্যমে ৬০ হাজার টাকা পর্যন্ত সহযোগিতা পাবেন।

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নতিভুক্ত করানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে

  • ভোটার কার্ড
  • ব্যাংক একাউন্ট
  • আঁধার কার্ড
  • লেবার কার্ড (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজ ফটো
  • ভোটার কার্ড (নমিনির)
  • ব্যাংক একাউন্ট (নমিনির)
  • পরিবারের অন্যান্য সদস্যদের আঁধার কার্ড / অ্যাডমিট /ভোটার কার্ড / জন্ম সার্টিফিকেট (যেকোনো একটা)

BMSSY প্রকল্পে আবেদন কিভাবে করবেন ?

১) BMSSY এর অফিসিয়াল ওয়েবসাইট bmssy.wblabour.gov.in ভিজিট করুন।

২) New Registration অপশনে ক্লিক করুন।

৩) সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে পূর্ণ করুন তারপর রেজিস্টার করুন।

৪) রেজিস্টার হয়ে গেলে User Login অপশনে ক্লিক করুন।

৫) Login হয়ে গেলে Update CAF একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে, ডকুমেন্ট আপলোড করুন।

৬) সব কিছু হয়ে গেলে Final Review করে Submit করুন।

৭) নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানেই পেজে যাবেন Form – 1 PDF সেটিকে ডাউনলোড করে, নির্দিষ্ট ব্যাক্তির কাছ থেকে সাক্ষর করিয়ে নিয়ে এসে আবার সেই FORM – 1 টি স্ক্যান করে শরিক জায়গায় আপলোড করতে হবে।

৮) আপনি আপনার এপ্লিকেশন স্টেটাস চেক করার জন্য হোম পেজেই অপশন পেয়ে যাবেন।

এই ধরণের আরও বিভিন্ন প্রকল্পের সমন্ধে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “BMSSY: বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, ২ লক্ষ্য টাকা পর্যন্ত অনুদান শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য”

Leave a Comment