জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২-২৩ – মোট ২১৮ টি শূন্যপদ | Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23

Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23: পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বোলপুর অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 29 টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 20 ডিসেম্বর 2022 তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী 20 জানুয়ারী 2023 তারিখ পর্যন্ত। Birbhum ASHA Karmi Recruitment 2022-23 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামআশা কর্মী
মোট শূন্যপদ২১৮ টি
বেতন৪,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানবীরভূম, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটbirbhum.gov.in
টেলিগ্ৰামJoin Here

বীরভূম জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২-২৩ (Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23)

পদের নাম – Post Name

পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বিভিন্ন ব্লকের স্বাস্থ্য কেন্দ্র গুলিতে আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদ – Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23 Vacancy

Birbhum District ASHA Karmi Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১০৩টি শূন্যপদ রয়েছে। বীরভূম জেলার ব্লক ভিত্তিক আশা কর্মী নিয়োগের শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

ব্লকের নামমোট শূন্যপদ
বোলপুর শ্রীনিকেতন ব্লক১১ টি
নানুর ব্লক৬ টি
লাভপুর ব্লক৭ টি
ইলামবাজর ব্লক৬ টি
মহম্মদ বাজার ব্লক২৫ টি
খোয়রাসোল ব্লক৬ টি
দুবরাজপুর ব্লক৪ টি
সিউড়ি ১ ব্লক২ টি
সিউড়ি ২ ব্লক২ টি
রাজনগর ব্লক৫ টি
সাঁইথিয়া ব্লক৩০ টি
রামপুরহাট ১ ব্লক১৯ টি
রামপুরহাট ২ ব্লক২১ টি
মালহাটি ১ ব্লক২০ টি
মায়ুরেস্বর ১ ব্লক৫ টি
মুরারই ১ ব্লক২৪ টি
মুরারই ২ ব্লক২৬ টি
মোট২১৮ টি

শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification

Birbhum District ASHA Karmi Recruitment 2022-23 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে।

অনান্য যোগ্যতা

এখানে শুধু মাত্র বিবাহিতা/ ডিভোর্সী/বিধবা মহিলার আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের সংশ্লিষ্ট গ্ৰামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা – Age Limit

Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং SC/ST প্রার্থীরা ২২ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। এখানে বয়সের হিসাব ধরা ০১.১২.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন – Salary

ASHA Karmi Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে ৪,৫০০/- টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23 Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে। নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নির্দিষ্ট সময়ে মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন

  • বয়সের প্রমানপএ।
  • মাধ্যমিকের এডমিট কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • ভোটার কার্ড।
  • রেশন কার্ড।
  • জাতিগত শংসাপত্র।
  • বসবাসের প্রমানপএ।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো
  • অনান্য।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Birbhum ASHA Karmi Recruitment 2022-23 তে প্রার্থীরা নিজ নিজ এলাকার বিডিও অফিসের নির্দিষ্ট বাক্সে।

আবেদনে শেষ তারিখ – Application Last Date

Birbhum ASHA Karmi Recruitment 2022-23 তে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ২০ জানুয়ারী ২০২৩ তারিখ পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি (Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23 Selection Process)

Birbhum ASHA Karmi Recruitment 2022-23 তে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত২০.১২.২০২২
আবেদন শুরু২০.১২.২০২২
আবেদনে শেষ তারিখ২০.০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (রামপুরহাট অঞ্চল) – Download PDF
  • অফিশিয়াল বিজ্ঞপ্তি (বোলপুর অঞ্চল) – Download PDF
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি (সিউড়ি সদর অঞ্চল) – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনেপত্র – Download PDF
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২-২৩ – মোট ২১৮ টি শূন্যপদ | Birbhum Dist ASHA Karmi Recruitment 2022-23”

Leave a Comment