Birla Museum Recruitment 2023: পশ্চিমবঙ্গের বিরলা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে তরফে Technician ‘A’ পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Birla Industrial & Technological Museum |
---|---|
পদের নাম | Technician ‘A’ |
মোট শূন্যপদ | ০২ টি |
বেতন | ১৯,৯০০/- থেকে ৩৪,৭২৫/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | bitm.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
Birla Industrial & Technological Museum Recruitment 2023
পদের নাম (Post Name)
বিড়াল ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে তরফে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Technician ‘A’
মোট শূন্যপদ (Total Vacancy)
Birla Industrial & Technological Museum Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Birla Industrial & Technological Museum Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সহ ITI কোর্স করে থাকতে হবে। এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের কাজের দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Birla Industrial & Technological Museum Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে বয়সের হিসাব ধরা হবে ২৮.০১.২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
বিড়াল ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে টেকনিশিয়ান পদে প্রার্থীদের প্রতিমাসে ১৯,৯০০/- থেকে ৩৪,৭২৫/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে স্ক্যান করতে হবে। তারপরে প্রার্থীরা JPEG format -এ আপলোড করতে হবে।

আবেদন ফি (Application Fee)
বিড়াল ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে টেকনিশিয়ান পদে আবেদন করা জন্য ওবিসি/জেনারেল প্রার্থীদের আবেদন মূল্য ৭০০/- টাকা ধার্য করা হয়েছে এবং এসসি/এসটি প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না। এখানে প্রার্থীরা Net Banking, Credit card, Debit card,Bhim UPI মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে।
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
Birla Industrial & Technological Museum Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ২৮.০১.২০২৩।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০১.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০১.২০২৩ |
আবেদনে শেষ তারিখ | ২৮.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আবেদনে লিঙ্ক – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |