BOM SO Recruitment 2023: ভারতের পাব্লিক সেক্টর ব্যাংকে কর্মী নিয়োগ – ২২৫ টি শূন্যপদ

BOM SO Recruitment 2023: ভারতের অন্যতম জনপ্রিয় পাব্লিক সেক্টর ব্যাংক Bank of Maharashtra (BOM) এর দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখনি ভিন্ন ভিন্ন পদে ২২৫ জন পার্থী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Bank Of Maharashtra SO Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBank of Maharashtra (BOM)
পদের নামOfficer Scale II, III
মোট শূন্যপদ২২৫ টি
বেতন (₹)৪৮,১৭০ – ৭৮,২৩০/-
চাকরির ধরনBank Jobs
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটbankofmaharashtra.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

ব্যাংক অফ মহারাষ্ট্র-তে নিয়োগ ২০২৩ (Bank Of Maharashtra SO Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে ব্যাংক অফ মহারাষ্ট্র-তে Specialist Officer (Officer Scale II & Officer Scale III) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Bank Of Maharashtra SO Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ২২৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Bank Of Maharashtra SO Recruitment 2023-তে পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।

বয়সসীমা (Age Limit)

এখানে Officer Scale II তে আবেদন কারার জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে এবং Officer Scale III তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন পদ্ধতি (Apply Online)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে ব্যাংক ওফ মহারাষ্ট্র এর অফিসিয়াল ওয়েবসাইট bankofmaharashtra.in-তে যেতে হবে। তারপর Career বিভাগে যেতে হবে। এখানে আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট, বাম হাতের বুড়ো আঙুল এর চাপ এবং আবেদনকারীর হাতের লেখা (Handwriting) স্ক্যান করে রাখতে হবে। স্ক্যান করে রাখার পর আবেদন করার পরবর্তী পদক্ষেপগুলো নিচে দেওয়া রয়েছে।

Bank Of Maharashtra SO Recruitment 2023
  • bankofmaharashtra.in ওয়েবসাইটে যান।
  • এরপর Careears তে ক্লিক করুন।
  • এরপর Recruitment Process তে ক্লিক করুন।
  • এরপর Current Openings এর মধ্যে Recruitment Of Specialist Officer In II & III Project 2023-24 তে ক্লিক করুন।
  • এরপর Apply Online তে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন।
  • অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করুন।
  • পূরণ করা আবেদনপত্রটি যাচাই করে দেখুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, বাম হাতের বুড়ো আঙুল ছাপ এবং হাতেরলেখা আপলোড করুন।
  • আবেদন মূল্য জমা করুন।
  • আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন

আবেদন করার আগে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য ১,১৮০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। ST/SC/PwBD পর্থীদের ক্ষেত্রে ১১৮ টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ (Last Date)

আগ্রহী পর্থী এখানে আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের পরে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে পার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importrnt Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৩.০১.২০২৩
আবেদন শুরু২২.০১.২০২৩
আবেদন শেষ০৬.০২.২০২৩

গুরুত্বপূর্ন লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment