কলকাতার বোস ইনস্টিটিউটে প্রফেসার, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ ২০২২-২৩ | Bose Institute Kolkata Professor Recruitment 2022-23

Bose Institute Kolkata Professor Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। কলকাতার বোস ইনস্টিটিউটে প্রফেসার, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 16 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Bose Institute Kolkata Recruitment 2022-23 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBose Institute Kolkata
পদের নামProfessor, Associate, এবং Assistant Professors
মোট শূন্যপদ12 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjcbose.ac.in
টেলিগ্রামJoin Here

বিষয় সূচী ~

কলকাতার বোস ইনস্টিটিউটে নিয়োগ ২০২২-২৩ | Bose Institute Kolkata Professor Recruitment 2022-23

পদের নাম – Post Name

Bose Institute Kolkata-তে প্রফেসার, অ্যাসোসিয়েট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – Total Vacancy

এখানে সব মিলিয়ে মোট 12 টি শূন্যপদে নিয়োগ করা হবে। পদ ও শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের সরণিতে উল্লেখ করা হয়েছে।

পদের নামUROBCঅন্যান্যমোট শূন্যপদ
Professor01010103 টি
Associate Professor040206 টি
Assistant Professor010203 টি
মোট শূন্যপদ 06050112 টি

শিক্ষাগত যোগ্যতা – Bose Institute Kolkata Professor Recruitment 2022-23 Educational Qualification

এখানে আবেদন করার জন্য একটি Doctorate/Doctoral ডিগ্রি থাকা প্রয়োজন এবং একটি ধারাবাহিক ভাল একাডেমিকরেকর্ড থাকা প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা – Bose Institute Kolkata Professor Recruitment 2022-23 Age Limit

Bose Institute Kolkata Professor Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Professor পদে আবেদন করার জন্য বয়স 45 বছরের কম, Associate Professor পদের পদের জন্য 40 বছরের কম এবং Assistant Professor পদে আবেদন করার জন্য বয়স 38 বছরের মধ্যে হতে হবে।

বেতন – Bose Institute Kolkata Professor Salary

এখানে পে লেবেল 13A, 13 এবং 12 এর সরকারি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – Bose Institute Kolkata Professor Recruitment 2022-23 Apply Online

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অফলাইন ও সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বোস ইনস্টিটিউট কলকাতা এর অফিসিয়াল ওয়েবসাইট jcbose.ac.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে jcbose.ac.in ওয়েবসাইটে যান।
  • অথবা, সরাসরি আবেদন করতে নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
  • অনলাইন ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট করে রাখুন।

Note: আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য – Application Fee

Bose Institute Kolkata Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনোরকম আবেদন মূল্য/Application Fee এর কথা উল্লেখ নেই।

আবেদনের শেষ তারিখ – Bose Institute Kolkata Professor Application Last Date

Bose Institute, Kolkata-তে প্রফেসার পদে আবেদন করার শেষ তারিখ হল 16 জানুয়ারি 2023 (সময়: বিকেল 3 টা পর্যন্ত)। এবং নিকটবর্তী চাকরি প্রার্থীরা 16 থেকে 31 জানুয়ারি 2023 রতিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় আবেদন পত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~

The Director, Bose Institute, Unified Academic Campus, Block-EN 80, Sector-V, Salt Lake, Kolkata 700 091

নির্বাচন প্রক্রিয়া – Bose Institute Kolkata Professor Recruitment 2022-23 Selection Process

কলকাতার বোস ইনস্টিটিউট-এ প্রফেসার পদে আবেদনকারীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ – Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত17.12.2022
আবেদন শুরু17.12.2022
আবেদন শেষ16.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment