Bose Institute Project Associate-I Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কলকাতার বোস ইনস্টিটিউটে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে Project Associate-I পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- থেকে ৩১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Bose Institute |
---|---|
পদের নাম | Project Associate-I |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ২৫,০০০/- থেকে ৩১,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | কলকাতা |
ওয়েবসাইট | jcbosc.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কলকাতার বোস ইনস্টিটিউটতে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম
বোস ইনস্টিটিউটের পক্ষ থেকে Project Associate-I পদে নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ
Bose Institute এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা/জৈব প্রযুক্তি/ জীবন বিজ্ঞান এই সব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা
এখানে আবেদন করা জন্য আবেদনকারী বয়স সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- থেকে ৩১,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
বোস ইনস্টিটিউটে Project Associate-I পদে আলাদা ভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে ০১ আগষ্ট ২০২৩ তারিখ উপস্থিত হতে।
আবেদন মূল্য
এখানে আবেদন করা জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
ইন্টারভিউ স্থান
Seminar Room of Department of Biological Sciences, Unified Academic Campus, Bose Institute, Block – EN, Sector – V, Plot No.-80, Salt Lake City, Kolkata 700 091
ইন্টারভিউ তারিখ
বোস ইনস্টিটিউটে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০১ আগষ্ট ২০২৩ তারিখ।
নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০.০৭.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০১.০৮.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: jcbose.ac.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here