BPCL Apprentice Recruitment 2022: ভারত পেট্রোলিয়ামে নিয়োগ, ট্রেনিং চলা কালীন ২৫ হাজার টাকা প্রতিমাসে

BPCL Apprentice Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। ভারত পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেডে (Bharat Petroleum Corporation Limited) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত। এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice) পদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের এখানে বিনামূল্যে ট্রেনিং করানো হবে। এবং ট্রেনিং চলাকালীন প্রতিমাসে 25 হাজার টাকা বেতন/ভাতা দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাBharat Petroleum Corporation Limited (BPCL)
পদের নামগ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice)
মোট শূন্যপদ102 টি
বেতন/ভাতা25000/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.mhrdnats.gov.in

BPCL Apprentice Recruitment 2022 Notification

পদের নাম | Post Name

এখানে ভারত পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেডে (BPCL) এর তরফ থেকে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice) পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট বিষয়ে ফুল টাইম ইন্জিনিয়ারিং ডিগ্রি (60% নম্বর সহ) থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা | Age Limit

01.09.2022 তারিখ অনুযায়ী এখানে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা 18 বছর এবং সর্বোচ্চ 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদ | Total Vacancy

এখানে সবমিলিয়ে মোট 102 টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদ নিচে দেওয়া হলো।

ট্রেডের নামশূন্যপদ
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং31
সিভিল ইঞ্জিনিয়ারিং8
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং9
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং5
সেফটি ইঞ্জিনিয়ারিং/ সেফটি অ্যান্ড ফায়ার10
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং28
ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং9
মেটাললার্জি ইঞ্জিনিয়ারিং2

আবেদন পদ্ধতি | BPCL Apprentice Recruitment 2022 Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিস পড়ে দেখবেন, আপনি এর পদের জন্য যোগ্য কি না। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

  • প্রথমে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে যান এবং Enroll তে ক্লিক করুন।
  • এরপর আবেদন ফর্ম ফিলাপ করতে হবে।
  • এরপর আপনার একটি এনরোলমেন্ট নম্বর জেনারেট হবে।
  • লগইন করে Establishment তে ক্লিক করতে হবে।
  • এরপর Find Establishment Name তে ক্লিক করে নথিপত্র আপলোড করতে হবে।
  • ‘Bharat Petroleum Corporation Ltd, Kochi Refinery’ সার্চ করে Apply তে ক্লিক করতে হবে।

আবেদন মূল্য | Application Fee

অফিসিয়াল বিজ্ঞপ্তি এর মধ্যে কোনো আবেদন মূল্যের কথা উল্লেখ করা হয়নি।

আবেদনের শেষ তারিখ | Application Last Date

এখানে আবেদন চলবে 26 আগস্ট 2022 তারিখ থেকে 8 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া | Selection Process

এখানে আবেদনকারীদের শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

আবেদন শুরু26.08.2022
Enroll শেষ08.09.2022
আবেদন শেষ13.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

BPCL Apprentice Recruitment 2022 – FAQ

BPCL Apprentice Recruitment 2022

ভারত পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেডে কোন পদে নিয়োগ করা হচ্ছে?

ভারত পেট্রোলিয়াম কর্পরেশন লিমিটেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিস (Graduate Apprentice) পদে নিয়োগ করা হচ্ছে।

BPCL Apprentice Recruitment 2022 তে মোট কটি শূন্যপদ আছে?

BPCL Apprentice Recruitment 2022 তে মোট 102 টি শূন্যপদ আছে।

BPCL Apprentice Recruitment 2022 তে আবেদন শুরু কতো তারিখ?

BPCL Apprentice Recruitment 2022 তে আবেদন শুরু 26 আগস্ট 2022 তারিখ।

BPCL নিয়োগ 2022 তে আবেদন শেষ কত তারিখ?

BPCL নিয়োগ 2022 তে আবেদন শেষ 8 সেপ্টেম্বর 2022.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment