মাধ্যমিক পাসে BPNL দপ্তরে Group-C পদে নিয়োগ 2022 | BPNL Recruitment 2022

BPNL Recruitment 2022: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। BPNL দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 4936 শূন্য পদ রয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ভালো করে জেনে নেবেন।

নিয়োগ সংস্থাBPNL
পদের নামBPNL দপ্তরে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক, উচ্চ মাধ্যমিক
মোট শূন্য পদ4936টি
আবেদন শেষ তারিখ04.07.2022
স্থানসমস্ত রাজ্য
Join বাংলাপোর্টাল teligram channel

BPNL দপ্তরে নিয়োগ (BPNL Recruitment 2022)

পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল –

  • Assistant Allotment Officer
  • Additional Allotment Officer
  • Chief Allotment Officer

মোট শূন্যপদ ~ এখানে চাকরি প্রার্থী মোট 4936 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা ~ Assistant Allotment Officerপদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।Additional Allotment Officer পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাস বা সমতুল্য কোন শিক্ষাগত যোগ্যতা পাস করতে হবে। Chief Allotment Officer পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র গ্ৰাজুয়েশন পাস।

বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 25,000/- টাকা থেকে 35,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

BPNL Recruitment 2022 – আবেদন পদ্ধতি

এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • চাকরি প্রার্থীরা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগইন করে পুরো ফর্ম টি পূরন করত হবে।
  • চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন শেষ হলে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট করে বের করতে হবে।

আবেদন শেষ তারিখ ~ ইতিমধ্যে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 09.06.2022 তারিখ থেকে এবং অনলাইনে আবেদন চলবে 04.07.2022 তারিখ পর্যন্ত।

BPNL Recruitment 2022 – নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর দের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষা পাস করলে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ জন্য ডাকা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত09.06.2022
আবেদন শুরু09.06.2022
আবেদন শেষ তারিখ04.07.2022
অফিশিয়াল নোটিসClick Here
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “মাধ্যমিক পাসে BPNL দপ্তরে Group-C পদে নিয়োগ 2022 | BPNL Recruitment 2022”

Leave a Comment