কেন্দ্রীয় সরকার দ্বারা মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, বেতন ২১ থেকে ৩০ হাজার টাকা

Braithwaite Co. LTD Recruitment 2023: পশ্চিমবঙ্গে মিনিস্ট্রি অফ রেলওয়ে পক্ষ থেকে Shop-Floor Assistant, Supervisor সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে ১১ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBraithwaite Co. LTD
পদের নামShop-Floor Assistant, Supervisor
মোট শূন্যপদ০৬ টি
বেতন (₹)২১,৫০০/- থেকে ৩০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটbraithwaiteindia.com
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

Braithwaite Co. LTD Recruitment 2023

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

  • Shop-Floor Assistant
  • Supervisor
  • Site Engineer

মোট শূন্যপদ (Total Vacancy)

BRAITHWAITE CO.LTD Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

BRAITHWAITE CO.LTD Recruitment 2023 তে Shop-Floor Assistant,Site Engineer পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সহ Engineer -এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Supervisor পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Civil/Mechanical Engineering -এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

পশ্চিমবঙ্গে মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফে Shop-Floor Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে। Supervisor পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর বয়সে মধ্যে হতে হবে এবং Site Engineer পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হওয়া প্রয়োজন।

বেতন (Salary)

BRAITHWAITE CO.LTD Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Shop-Floor Assistant২১,৫০০/-
Supervisor২৯,০০০/-
Site Engineer৩০,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীরা সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট গুলো যুক্ত করে স্ক্যান করে PDF করতে হবে। তারপরে প্রার্থীরা bcljobat@gmail.com -এ ইমেইল আইডি মাধ্যমে পাঠাতে হবে।

Braithwaite Co. LTD Recruitment 2023

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

BRAITHWAITE CO.LTD Recruitment 2023 তে অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো ১১ মার্চ ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০২.২০২৩
আবেদন শুরু১৩.০২.২০২৩
আবেদন শেষ১১.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

2 thoughts on “কেন্দ্রীয় সরকার দ্বারা মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ, বেতন ২১ থেকে ৩০ হাজার টাকা”

Leave a Comment