BRO Store Keeper Technical And Worker Recruitment 2022: পশ্চিমবঙ্গের শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্ৰুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী সরকারি চাকরি খোঁজ করছেন তাদের জন্য বিরাট বড় সুখবর রয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন স্থানে বাসিন্দা হলেই এবং পুরুষ ও মহিলা সকলে আবেদন করা সুযোগ পাবেন। নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার আবেদন করা আগে অবশ্যই ভালো করে জেনে নিন।
নিয়োগ সংস্থা | BORDER ROADS ORGANISATION |
পদের নাম | Store Keeper Technical, Multi Skilled Worker |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 876 টি |
আবেদন শেষ তারিখ | 12.07.2022 |
স্থান | পুনে |
সরকারি ওয়েবসাইট | bro.gov.in |

BRO Store Keeper Technical And Worker Recruitment 2022 – বিবরণ
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের দুটি পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- 1.Store Keeper Technical
- 2.Multi Skilled Worker
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস। এছাড়াও আরো উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন। শুধু মাত্র মাধ্যমিক পাস যোগ্যতা গন্য করা হবে।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।OBC ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন এবং SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন।
বেতন ~ Store Keeper Technical পদে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 19,900/- টাকা থেকে 63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Multi Skilled Worker পদে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (BRO Store Keeper Technical And Worker Apply Process)
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীরা নিজেদের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই নিচে দেওয়া Step-by-step আবেদন পদ্ধতি লক্ষ্য করে আবেদন করতে পারবেন।
- আবেদনপত্র টি চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে হবে।
- চাকরি প্রার্থীরা সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস গুলো রেডি করবেন।
- এরপর চাকরি প্রার্থীরা আবেদনপত্র সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে।
- চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে জেনে নেবেন এরমধ্যে আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে ~
- মাধ্যমিকের এডমিট কার্ড
- মাধ্যমিক সার্টিফিকেট ও মার্কশিট
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো কপি
মোট শূূন্য পদ~ এখানে চাকরি প্রার্থীদের 876 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন শেষ তারিখ ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীরা 12/07/2022 তারিখে মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি (BRO Store Keeper Technical And Worker Selection Process)
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে যে সমস্ত চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন করে পরবর্তী কালে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.06.2022 |
আবেদন শুরু | 15.06.2022 |
আবেদন শেষ | 12.07.2022 |
অফিশিয়াল নোটিস | Click Here |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰাম | Click Here |
আরো পড়ুন~