BSF Head Constable Recruitment 2022: মোট 1312 টি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

BSF Head Constable Recruitment 2022: Border Security Force (BSF) এর তরফ থেকে হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 1312 টি শূন্যপদে নিয়োগ করার কথা উল্লেখ রয়েছে। Radio Oparetor (RO) এবং Radio Mechanic (RM) হেড কনস্টেবল নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে 20 আগস্ট 2022 থেকে BSF Head Constable Recruitment 2022 এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপ, শারীরিক দক্ষতা এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাBorder Security Force (BSF)
চাকরির নামBSF Head Constable Recruitment 2022
পদের নামHead Constable (RO/RM)
শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা ITI
মোট শূন্যপদ1312
স্থানসারা ভারত
ওয়েবসাইটbsf.gov.in

বিষয় সূচী ~

BSF হেড কনস্টেবল নিয়োগ ২০২২ | BSF Head Constable Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে Border Security Force (BSF) এর তরফ থেকে হেড কনস্টেবল পদে Radio Oparetor (RO) এবং Radio Mechanic (RM) নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা | Education Qualification

BSF Head Constable পদে আবেদন করার জন্য কোনো সীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে পদে আবেদন করবেন তার সম্পর্কিত কোনো বিষয়ের ITI সার্টিফিকেট থাকা প্রয়োজন। অথবা, বিজ্ঞান শাখায় (ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক) 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

হেড কনস্টেবল বয়সসীমা | BSF Head Constable Age Limit 2022

এখানে আবেদনকারীর বয়স 19 এই সেপ্টেম্বর 2022 তারিখে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্পেশাল ক্যাটাগরির পার্থীর বয়স ছাড় এর ব্যাবস্থা রয়েছে, বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

শারিরীক যোগ্যতা |BSF Head Constable Physical Eligibility (RO/RM) Recruitment 2022

পুরুষ –

  • উচ্ছতা (ST) – 162.5 cm
  • উচ্ছতা (Other) – 168 cm
  • বুকের মাপ (ST) – 76-81 cm
  • বুকের মাপ (Other) – 80-85 cm
  • দৌড় – 1.6 km / 6.5 মিনিট

মহিলা –

  • উচ্ছতা (ST) – 154 cm
  • উচ্ছতা (Other) – 157 cm
  • দৌড় – 800 m / 4 মিনিট

আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতন | BSF Head Constable RO/RM Salary

BSF Head Constable RO/RM তে শুরুতেই মাসিক গড় বেতন রয়েছে 25,500/- টাকা এবং পরবর্তীতে 81,100/- টাকা পর্যন্ত হতে পারে।

BSF হেড কনস্টেবল শূন্যপদ | BSF Head Constable Recruitment 2022 Total Vacancy

BSF Head Constable (RO/RM) সব মিলিয়ে মোট 1312 টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে সংক্ষেপে দেওয়া রয়েছে, আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি দেখুন।

BSF Head Constable Radio Oparetor (RO) Vacancy 2022

CategoryTotal Vacancy
General321
EWS420
SC131
ST110
Total982

BSF Head Constable Radio Mechanic (RM) Vacancy 2022

CategoryTotal Vacancy
General43
OBC100
EWS61
SC77
ST49
Total330

BSF সাব কনস্টেবল আবেদন পদ্ধতি | BSF Head Constable RO/RM Apply Online

BSF Head Constable RO/RM Apply Online: আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নিচে তার সংক্ষিপ্ত রূপে দেওয়া রয়েছে।

  • প্রথমে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট bsf.gov.in তে যান, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
  • BSF Head Constable RO/RM Apply সম্পর্কিত লিঙ্কে ক্লিক করুন।
  • নিজের তথ্য দিয়ে আবেদন পত্র টি পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • শেষে সাবমিট করার পর একটি প্রিন্ট আউট বের করে নিন।

প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents

  • মাধ্যমিক এর অ্যাডমিট/জন্ম প্রমাণপত্র।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
  • পাসপোর্ট সাইজ ফটো।
  • সিগনেচার।

গুরুত্বপূর্ন তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত05.08.2022
আবেদন শুরু20.08.2022
আবেদন শেষ19.09.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস – Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট – bsf.gov.in
  • আমাদের টেলিগ্রাম – Join Here Free

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সমস্ত সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

BSF Head Constable RO/RM Recruitment 2022 FAQ

BSF Head Constable RO/RM Recruitment 2022 তে আবেদন শুরু কত তারিখ?

BSF Head Constable RO/RM Recruitment 2022 তে আবেদন শুরু 20 এই আগস্ট 2022

BSF হেড কনস্টেবল RO/RM এর বেতন কত?

BSF Head Constable RO/RM তে শুরুতেই মাসিক গড় বেতন রয়েছে 25,500/- টাকা এবং পরবর্তীতে 81,100/- টাকা পর্যন্ত হতে পারে।

BSF Head Constable RO/RM Recruitment 2022 Last Date কবে?

BSF Head Constable RO/RM Recruitment 2022 Last Date হচ্ছে 19 এই সেপ্টেম্বর 2022 তারিখ।

How To Download BSF Head Constable RO/RM Recruitment 2022 Notification PDF

BSF Head Constable RO/RM Recruitment 2022 Notification PDF Download Link Give In Bilow.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment