বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত ২০২২-২৩ | BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 @bsf.nic.in

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23: ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) এর দ্বারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 20 টি শূন্যপদে Veterinary Assistant Surgeon পদে নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের বাসিন্ধা হলেই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য পার্থী বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-তে নিয়োগ ২০২২-২৩ তে আগামী 9 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। BSF Recruitment 2022-23 তে আবেদন করার পদ্ধতি, যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাBorder Security Force (BSF)
পদের নামVeterinary Assistant Surgeon
মোট শূন্যপদ20 টি
বেতনRs. 56100 – 177500/-
আবেদন পদ্ধতিঅনলাইন
চাকরির ধরনসরকারি চাকরি
স্থানসারা ভারত
ওয়েবসাইটbsf.nic.in
টেলিগ্রামJoin Here

বিষয় সূচী ~

বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-তে নিয়োগ ২০২২-২৩ | BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23

পদের নাম – Post Name

এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-তে Veterinary Assistant Surgeon পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – BSF Veterinary Assistant Surgeon Vacancy 2022-23

এখানে মোট 20 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – BSF Veterinary Assistant Surgeon Educational Qualification 2022-23

BSF-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্সেস এবং পশুপালনে ডিগ্রি সম্পন্ন করতে হবে।

বয়সসীমা – BSF Recruitment 2022-23 Age Limit

বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, 09-জানুয়ারি-2023 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 23 বছর এবং সর্বোচ্চ 30 বছর হতে হবে। ST/SC শ্রেণীর পর্থীদের 5 বছর, OBC শ্রেণীর পর্থীদের 3 বছর, কেন্দ্রীয় সরকারের কর্মচারী (URI) প্রার্থীদের 05 বছর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী (OBC) প্রার্থীদের 08 বছর এবং কেন্দ্রীয় সরকারী কর্মচারী (SC/ST) প্রার্থীদের 10 বছর বয়স ছাড় পাবে।

বেতন – BSF Veterinary Assistant Surgeon Salary

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রতিমাসে Rs.56100 টাকা থেকে শুরু করে Rs.177500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 Apply Online

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 এর জন্য আগ্রহী ও পার্থী BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি জানতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট rectt.bsf.gov.in. তে যেতে হবে।
  • তারপর সেখানে One Time Registration করে নিতে হবে।
  • আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর Online Application এর নিচে যেসব পদে নিয়োগ চলছে সেগুলি দেখতে পাবে।
  • BSF Veterinary Assistant Surgeon এর বিজ্ঞপ্তির পাসে Apply Here তে ক্লিক করতে হবে।
  • অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন ফী জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)।
  • আবেদন সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট করে রাখতে হবে।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য – BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 Application Fee

BSF Veterinary Assistant Surgeon পদে আবেদন করার জন্য Rs.447.2/- টাকা আবেদন মূল্য ধার্য্য করা হয়েছে। SC/ST ও মহিলা পর্থীদের ক্ষেত্রে Rs.47.2/- টাকা আবেদন মূল্য প্রয়োজন।

আবেদনের শেষ তারিখ – BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 Last Date

এখানে 10 ডিসেম্বর 2022 তারিখ থেকে আগামী 9 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া – BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 Selection Process

BSF Recruitment 2022 তে BSF Veterinary Assistant Surgeon পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে ডকুমেন্ট যাচাই করা হবে। তারপর শারীরিক মানের পরীক্ষাশারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিস টি পড়ুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

আবেদন শুরু10.12.2022
আবেদন শেষ09.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Group
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 FAQ

BSF Veterinary Assistant Surgeon পদে আবেদন করার শেষ তারিখ কত?

BSF Veterinary Assistant Surgeon পদে আবেদন করার শেষ তারিখ হলো 9 জানুয়ারি 2023।

BSF Recruitment 2022-23 তে মোট কতগুলি শূন্যপদ আছে?

BSF Recruitment 2022-23 তে মোট 20 টি শূন্যপদ।

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022-23 এর বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?

BSF Veterinary Assistant Surgeon Recruitment 2022 এর বিজ্ঞপ্তির লিঙ্ক উপরে দেওয়া রয়েছে, সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment