CAG Administrative Assistant (Group-C) Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৭৭৩ টি শূন্যপদে Administrative Assistant (Group-C) পদে নিয়োগ করানো হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | OFFICE OF THE COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA |
---|---|
পদের নাম | Administrative Assistant (Group-C) |
মোট শূন্যপদ | ১৭৭৩ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | cag.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে নিয়োগ ২০২৩
পদের নাম
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Administrative Assistant (Group-C)
মোট শূন্যপদ
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৭৭৩ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন
এখানে আবেদনকারী প্রার্থীদের পে লেভেল ৭ অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নিদির্ষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে দেখবেন।
আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Shri Nilesh Patil, Asstt. C &AG (N)-I, C/O The C&AG of India, 9, Deen Dayal Upadhyay Marg, New Delhi -110124
আবেদনের শেষ তারিখ
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল দপ্তরে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
প্রয়োজনীয় লিঙ্ক
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: cag.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here