Calcom Vision Limited Job Vacancy 2023 : কেন্দ্রীয় সরকারের শিক্ষানবীশ প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে ক্যালকম ভিশন লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে মোট ২১০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগ সংস্থা | National Apprenticeship Training Scheme (NATS) |
---|---|
পদের নাম | Apprenticeship |
মোট শূন্যপদ | ২১০ টি |
বেতন (₹) | ১১,০০০/- প্রতিমাসে |
চাকরির ধরন | সরকারি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.mhrdnats.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
ক্যালকম ভিশন লিমিটেডে নিয়োগ ২০২৩ (Calcom Vison Limited Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে ক্যালকম ভিশন লিমিটেডে Apprenticeship পদে নিয়োগ করানো হবে।
কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে এবং শূন্যপদের বিবরণ
পদের নাম | শূন্যপদ সংখ্যা |
Mechanical Diploma | ১০ টি |
Electrical Engineering | ৫০ টি |
Electronics & Communication Engineering | ১০০ টি |
Electronics & Instrumentation Engineering | ৫০ টি |
মোট | ২১০ টি |
মোট শূন্যপদ (Total Vacancy)
NATS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২১০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। শূন্যপদ সংক্রান্ত আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Engineering/Technology -তে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো বয়স উল্লেখ করা হয়না। Apprenticeship Act অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট এ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নিজের প্রয়োজনীয় তথ্য সহ ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন সংক্রান্ত আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- ঠিকানার প্রমাণপত্র
- SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
- পাসপোর্ট সাইজ ফটো
আবেদন মূল্য (Application Fee)
এখানে অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
NATS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২৫ মার্চ ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
১ বছর প্রশিক্ষণ দেওয়ার পর সরাসরি নিয়োগ করানো হবে। নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৩.০৩.২০২৩ |
আবেদন শুরু | ১৩.০৩.২০২৩ |
আবেদন শেষ | ২৫.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |