কলকাতা সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ | Calcutta School Of Tropical Medicine Recruitment 2022

Calcutta School Of Tropical Medicine Recruitment 2022: পশ্চিমবঙ্গের কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফে পিয়ার সাপোর্ট (গ্ৰুপ- সি) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আবেদন করা আগে অবশ্যই একবার অফিশিয়াল নোটিসটি দেখে নেবেন এবং নিচে লিঙ্গ দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাCalcutta School Of Tropical Medicine
পদের নামপিয়ার সাপোর্ট
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক পাস
মোট শূন্যপদ1 টি
আবেদন শেষ তারিখ20.07.2022
স্থানকলকাতা
Join বাংলাপোর্টাল teligram channel

Calcutta School Of Tropical Medicine Recruitment 2022

পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের গ্ৰুপ সি পদে নিয়োগ করা হবে সেটি হল – পিয়ার সাপোর্ট।

শিক্ষাগত যোগ্যতা ~ যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাশ।এর সঙ্গে চাকরি প্রার্থীদের বাংলা,হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ এখানে চাকরি করলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 10,000/- টাকা করে বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্র টি ডাউনলোড করে ভালো করে ফিলাপ করে নিচে দেওয়া সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে সেটি খামে ভরে নিচে দেওয়া ঠিকানা পাঠাতে হবে। এবং খামের উপরে বড় হাতে লিখতে হবে পদের নাম।

আবেদনের সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • বয়সের প্রমানপএ।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ফটো।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ~ School of Tropical Medicine,Ground Floor,108, Chittaranjan Avenue, Kolkata -700073.

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ~এখানে চাকরি প্রার্থীদের 20.07.2022 তারিখে মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে চাকরি প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা হবে না। চাকরি প্রার্থীরা আবেদনপত্র টি জমা দেওয়ার পর চাকরি প্রার্থীদের নামে একটি লিস্ট তৈরি করা হবে এবং চাকরি প্রার্থীদের সেই লিস্ট অনুযায়ী ইন্টারভিউ জন্য ডাকা হবে তারপর চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত08.07.2022
আবেদন শুরু08.07.2022
আবেদন শেষ তারিখ20.07.2022
অফিশিয়াল নোটিসDownload PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামেJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

2 thoughts on “কলকাতা সাস্থ্য দপ্তরে গ্রুপ-সি পদে নিয়োগ | Calcutta School Of Tropical Medicine Recruitment 2022”

Leave a Comment