Cantonment Board Barrackpore Recruitment 2023: পশ্চিমবঙ্গে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে Sub- Assistant Engineer, Pump Operator সহ আরো বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ৩১শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা সেনানিবাস পরিষদ, ব্যারাকপুরে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Cantonment Board Barrackpore |
পদের নাম | Sub-Assistant Engineer, Pump Operator সহ অন্যান্য। |
মোট শূন্যপদ | ০৪ টি |
বেতন | ১৬,২০০/- থেকে ৪০,৫০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অনলাইনে |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | barrackpore.cantt.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
সেনানিবাস পরিষদ, ব্যারাকপুরে নিয়োগ ২০২৩ (Cantonment Board Barrackpore Recruitment 2023)
পদের নাম (Post Name)
পশ্চিমবঙ্গে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে-
- Sub-Assistant Engineer
- Pump Operator
- Meter Reader
- Labour
মোট শূন্যপদ (Total Vacancy)
Cantonment Board Barrackpore Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
Sub-Assistant Engineer | ০১ টি |
Pump Operator | ০১ টি |
Meter Reader | ০১ টি |
Labour | ০১ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Cantonment Board Barrackpore Recruitment 2023 তে Labour, Pump Operator পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং ITA পাস করে থাকতে হবে এবং Meter Reader পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে মাধ্যমিক পাস এবং কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Sub-Assistant Engineer পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেএে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
Cantonment Board Barrackpore Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Sub- Assistant Engineer, Meter Reader পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ বছর বয়স থেকে ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। Labour পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ বছর বয়স থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। Pump Operator পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন (Salary)
পশ্চিমবঙ্গে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে থেকে প্রার্থীদের পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
Sub-Assistant Engineer | ৪০,৫০০/- |
Pump Operator | ২৫,২০০/- |
Meter Reader | ২৫,২০০/- |
Labour | ১৬,২০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে প্রার্থীরা www.cbbarr ackpore.org/ r ecruitment/ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনে সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- বসবাসের প্রমানপএ।
- জাতিগত শংসাপত্র।
- পাসপোর্ট সাইজের ছবি।
- অভিজ্ঞতা শংসাপত্র।
- অন্যান্য।
আবেদন ফি (Application Fee)
এখানে Meter Reader ও Sub- Assistant Engineer পদে প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১,০০০/- টাকা ধার্য করা হয়েছে এবং আর অন্যান্য পদগুলো থেকে কোন রকম আবেদন মূল্য হিসেবে দিতে হবে না। এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে পারবেন।
আবেদনে শেষ তারিখ (Application Last Date)
এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০শে ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩১শে জানুয়ারি ২০২৩ তারিখ।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.১২.২০২২ |
আবেদন শুরু | ৩০.১২.২০২২ |
আবেদনে শেষ তারিখ | ৩১.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
- পশ্চিবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- Jio কোম্পানিতে নিয়োগ – বাড়িতে বসে কাজ
- মাধ্যমিক পাসে HDFC ব্যাংকে নিয়োগ – ৪৫০০+ শূন্যপদ
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |