CCRAS Recruitment 2022: কেন্দ্রীয় আয়ুর্বেদ বিজ্ঞান অনুসন্ধান পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

CCRAS Recruitment 2022: কেন্দ্রীয় আয়ুর্বেদ বিজ্ঞান অনুসন্ধান পরিষদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে গ্রুপ-এ এবং গ্রুপ-সি পদে পার্থী নিয়োগ করা হবে। Central Council For Research In Ayurvedic Sceince (CCRAS) তে চাকরি করার জন্য আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে 14 আগস্ট এর আগে এখানে আবেদন করতে হবে। কি কি পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতির সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাCCRAS
পদের নামগ্রুপ-এ ও গ্রুপ-সি
শিক্ষাগত যোগ্যতাডিগ্রি
মোট শূন্যপদ38 টি
স্থানসারা ভারত
Join বাংলাপোর্টাল teligram channel

CCRAS Recruitment 2022 Notification

পদের নাম ~ এখানে মোট 4 টি পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচে দেওয়া হলো –

  • রিসার্চ অফিসার (আয়ুর্বেদ)
  • ফার্মাসিস্ট
  • পঞ্চকর্ম টেকনিশিয়ান
  • রিসার্চ অফিসার (তথ্য প্রযুক্তি)

বয়সসীমা ~ রিসার্চ অফিসার (আয়ুর্বেদ) ও রিসার্চ অফিসার (তথ্য প্রযুক্তি) পদের জন্য 40 বছর বয়স এবং ফার্মাসিস্ট ও পঞ্চকর্ম টেকনিশিয়ান পদের জন্য 27 বছর বয়স পর্যন্ত পার্থী আবেদন করতে পারবে।

শূন্যপদ ~ সব মিলিয়ে মোট 38 টি শূন্যপদ রয়েছে। রিসার্চ অফিসার (আয়ুর্বেদ) – মোট 4 টি শূণ্যপদ (UR-1, OBC-1), ফার্মাসিস্ট – মোট 25 টি শূণ্যপদ (UR-17, OBC-7, SC-1), পঞ্চকর্ম টেকনিশিয়ান- মোট 8 টি শূণ্যপদ (UR) এবং রিসার্চ অফিসার (তথ্য প্রযুক্তি) – মোট 1 টি শূন্যপদ (UR)।

শিক্ষাগত যোগ্যতা (CCRAS Recruitment 2022 Qualification)

পদের নামশিক্ষাগত যোগ্যতা
রিসার্চ অফিসার (আয়ুর্বেদ)১.আয়ুর্বেদ তে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি (MD/MS)
২.সিসিআইএম/এনসিআইএসএম-এর কেন্দ্রীয় রেজিস্টার বা আয়ুর্বেদ/আইএসএম-এর রাজ্য রেজিস্টারে তালিকাভুক্তি
ফার্মাসিস্টফার্মেসি বা ডি ফার্ম তে ডিপ্লোমা এবং 2 বছরের অভিজ্ঞতা
পঞ্চকর্ম টেকনিশিয়ান১.পঞ্চকর্ম তে ডিপ্লোমা বা এক বছরের ডিগ্রি কোর্স
২. তিন বছরের কাজের অভিজ্ঞতা
রিসার্চ অফিসার (তথ্য প্রযুক্তি)১.ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি
২. তিন বছরের কাজের অভিজ্ঞতা

আবেদন পদ্ধতি (CCRAS Recruitment 2022 Apply Online)

আগ্রহী পর্থিরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Central Council For Research In Ayurvedic Sceince (CCRAS) এর অফিসিয়াল ওয়েবসাইটে (ccras.nic.in) গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করে পার্থিরা সরাসরি আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ ~ CCRAS Recruitment 2022 তে আবেদন করার শেষ তারিখ হলো 14 আগস্ট 2022

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (CCRAS Recruitment 2022 Dates & Links)

বিজ্ঞপ্তি প্রকাশিত15.07.2022
আবেদন শুরু15.07.2022
আবেদন শেষ14.08.2022
অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্রামJoin Here

আরো পড়ুন ~

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর