CDMO Community Health Assistant Recruitment 2022 – Paschim Bardhaman: পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলাতে 122 টি পদে কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী পার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো করে জেনেনিন এবং তারপর আবেদন করুন। CDMO Community Health Assistant Recruitment 2022 এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | CDMO |
পদের নাম | কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট |
শিক্ষাগত যোগ্যতা | GNM, ANM |
শূন্যপদ | 122 টি |
আবেদনের শেষ তারিখ | 10/07/2022 |
স্থান | পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ |

CDMO Community Health Assistant Recruitment 2022 Paschim Bardhaman – বিবরণ
পদের নাম ~ এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে তার নাম হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট (Community Health Assistant) ।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চারি করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো GNM এবং ANM.
বয়সসীমা ~ CDMO Community Health Assistant Recruitment 2022 – তে আবেদন করার জন্য চাকরি পার্থীর বয়স 18 – 45 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
মোট শূন্যপদ ~ এখানে মোট 122 টি শূন্যপদ রয়েছে।
বেতন ~এখানে পার্থীকে প্রতিমাসে 13000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (CDMO Community Health Assistant Recruitment 2022 Paschim Bardhaman apply online)
পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhelth.gov.in থেকে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
- প্রথমে পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
- তারপর CDMO Paschim Bardhaman Community Health Assistant Recruitment 2022 বিজ্ঞপ্তিটি খুঁজুন, এবং ডাউনলোড করে পড়ুন।
- এর পরে CDMO Paschim Bardhaman Community Health Assistant Apply Online 2022 লিঙ্কে ক্লিক করুন।
- আপনার সামনে যে ফর্ম টি আসবে সেটিকে সঠিক ভাবে পূরণ করুন।
- আবেদনটি Submit করার আগে একবার অবশ্যয় ফর্মটি ভালোকরে যাচাই করে নিন।
- পরবর্তী সময়ের জন্য আপনি আবেদন করার পর একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
আবেদন মূল্য ~ UR পার্থী দের জন্য 100 টাকা এবং ST/SC ও OBC পর্থীদের জন্য 50 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- আইডি প্রমাণপত্র (আধার/ভোটার/পেন কার্ড)
- ঠিকানার প্রমাণপত্র (আধার/রেশন কার্ড)
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- মাধ্যমিক এবং ANM/GNM এর মার্কশিট ও পাস সার্টিফিকেট
- ANM/GNM রেজিষ্টেশন সার্টিফিকেট
গুরুত্বপূর্ন তারিখ ও লিঙ্ক (Importent Dates & Links For CDMO Community Health Assistant Recruitment 2022)
গুরুত্বপূর্ণ তারিখ ~
বিজ্ঞপ্তি প্রকাশিত | 23.06.2022 |
আবেদন শুরু | 24.06.2022 |
আবেদন শেষ | 10.07.2022 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক ~
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- সুপ্রীম কোর্টে জুনিয়ার অ্যাসিস্টেন্ট নিয়োগ 2022
- মিলন উৎসব: পশ্চিমবঙ্গে 28,000 কর্মী নিয়োগের ঘোষণা
3 thoughts on “কমিউনিটি হেলথ অ্যাসিস্টেন্ট নিয়োগ, 122 টি শূন্যপদ | CDMO Community Health Assistant Recruitment 2022 – Paschim Bardhaman”