সেন্ট্রাল ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে, ১০০০ শূন্যপদ – তাড়াতাড়ি আবেদন করুন

Central Bank of f India Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া-তে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১০০০ টি শূন্যপদে Manager Scale II (Mainstream) পদে নিয়োগ করানো হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৮,১৭০/- থেকে ৬৯,৮১০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাCentral Bank of f India
পদের নামManager Scale II (Mainstream)
মোট শূন্যপদ১০০০ টি
বেতন (₹)৪৮,১৭০/- থেকে ৬৯,৮১০/-
চাকরির ধরনব্যাংকের চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটcentralbankofindia.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Manager Scale II (Mainstream)

মোট শূন্যপদ (Total Vacancy)

Central Bank Of India এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১০০০ টি শূন্যপদ রয়েছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Manager Scale II (Mainstream) পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩২ বছর বয়সে মধ্যে হতে হবে। এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ৩১শে মে ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৮,১৭০/- থেকে ৬৯,৮১০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য OBC/ GEN/ EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWD প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৭৫/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১৫ জুলাই ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে Manager Scale II (Mainstream) নিয়োগ ২০২৩-তে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০৭.২০২৩
আবেদন শুরু০১.০৭.২০২৩
আবেদন শেষ১৫.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment