সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ, ৬৩,৮৪০ টাকা বেতন – এক্ষুনি আবেদন করুন

Central Bank Of India Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মাধ্যমে Cheif Manager, Senior Manager পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২৫০ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করা জন্য প্রার্থীদের গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন বা আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাCentral Bank Of India
পদের নামCheif Manager, Senior Manager
মোট শূন্যপদ২৫০ টি
বেতন (₹)Rs. ৬৩,৮৪০/- থেকে ৭৬,০১০/-
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.centralbankofindia.co.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া-তে নিয়োগ 2023 (Central Bank of India Recruitment 2023)

পদের নাম (Post Name)

Central Bank Of India Recruitment 2023 তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো – Cheif Manager, Senior Manager

মোট শূন্যপদ (Total Vacancy)

Central Bank Of India Chief Manager, Senior Manager পদে সব মিলিয়ে মোট ২৫০ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে

পদের নামমোট শূন্যপদ
Cheif Manager৫০ টি
Senior Manager২০০ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Central Bank Of India Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এবং Cheif Manager সংশ্লিষ্ট বিষয়ে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Senior manager সংশ্লিষ্ট বিষয়ে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে এবং Senior Manager পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৫ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

Central Bank Of India Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Cheif Manager৬৩,৮৪০/-
Senior manager৭৬,০১০/-

আবেদন পদ্ধতি (Central Bank of India Cheif Manager, Senior Manager Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।

Central Bank Of India Recruitment 2023

আবেদন ফি (Application Fee)

Central Bank of India Cheif Manager, Senior Manager Recruitment 2023-তে আবেদন করা জন্য GEN/OBC/EWS প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD/Women প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না। এখানে প্রার্থীরা Net Banking, Credit card, Debit card এর মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে পারবেন।

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

Central Bank Of India Recruitment 2023 তে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত। অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (Selection Process)

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৩ তে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.০১.২০২৩
আবেদন শুরু২৭.০১.২০২৩
আবেদনে শেষ তারিখ১১.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Click Here
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

Central Bank Of India Recruitment 2023 – FAQ

Central Bank Of India Vacancy 2023 তে মোট কত গুলি শূন্যপদ আছে?

Central Bank Of India Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ২৫০ টি শূন্যপদ আছে

Central Bank Of India Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?

Central Bank Of India Recruitment 2023 তে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Cheif Manager, Senior Manager) পদে আবেদন করা শেষ তারিখ কতো?

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Cheif Manager, Senior Manager পদে আবেদন করার শেষ তারিখ হলো ১১.০২.২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment