CLRI Recruitment 2022: CLRI Technical Assistant Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশিত।
ভারতে Central Leather Research Institute (CLRI ) তে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি স্থায়ী পদ এবং এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি ও নিয়োগ পক্রীয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আপনি যদি এই পদের জন্য আগ্রহী পার্থী হন তাহলে পুরো পোস্টটি ভালোকরে পড়েননি।
নিয়োগ সংস্থা | CLRI |
পদের নাম | টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট |
শিক্ষাগত যোগ্যতা | B.Sc, ডিপ্লোমা ও অন্যান্য |
মোট শুন্যপদ | 12 টি |
আবেদন মোড | অনলাইন |
আবেদন শেষ | 20/06/2022 |
স্থান | ভারত |
CLRI তে স্থায়ী পদে নিয়োগ 2022 (CLRI Technical Assistant Recruitment 2022)
পদের নাম ~ এখানে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট পদে স্থায়ী ভাবে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ~ B.Se, ডিপ্লোমা সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। ডিপার্টমেন্ট অনুজানি কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা অফিসিয়াল নোটিশের 2 নম্বর পাতায় দেওয়া রয়েছে।
বাতাস সীমা ~ এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যয় 28 বছরের কম হওয়া প্রয়োজন।
বেতন (₹) ~ পে লেবেল 6 অনুযায়ী প্রতিমাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
শূন্যপদ ~ এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।
আবেদনের মূল্য ~ এখানে 100 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। SC/ ST/ PWD/ ESM/ Women/ CSIR Employees প্রার্থীদের আবেদন করতে কোনো টাকা লাগছে না।
আবেদন পদ্ধতি
এখানে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (CLRI) এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখান থেকেও আবেদন করতে পারেন।
CLRI টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট – নিয়োগ পদ্ধতি
এখানে প্রায় 4 টি ধাপের মাধ্যমে পার্থী বাছাই করে নিয়োগ করা হবে। সেগুলি হলো –
- Screening of Application
- Stage I (Trade Test)
- Stage II (Competitive Written Examination)
- Evaluation of Papers and Final merit list
লিখিত পরীক্ষার বিষয়বস্তু (Stage II (Competitive Written Examination)
প্রশ্নের ধরন | OMR বা কম্পিউটার বেসড প্রশ্ন |
পরীক্ষার ভাষা | ইংলিশ এবং হিন্দি ভাষায় প্রশ্ন সেট করা হবে |
পরীক্ষার স্ট্যান্ডার্ড | ডিপ্লোমা/গ্রাজুয়েট লেবেল |
প্রশ্ন সংখ্যা | 200 টি |
সময় | 3 ঘণ্টা |
লিখিত পরীক্ষা মোট 3 টি পেপারের মধ্যে সম্পন্ন হবে। পেপার অনুযায়ী বিষয় এবং নাম্বার বিভাজন জানার জন্য অফিসিয়াল নোটিশের 10 নং পেজটি দেখুন। অফিসিয়াল নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। সেখানে Click Here তে ক্লিক করে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিষয় | তারিখ |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশিত | 21/05/2022 |
আবেদন শুরু | 21/05/2022 |
আবেদন শেষ | 20/06/2022 |
বিষয় | তারিখ |
---|---|
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Click Here |
আরো পড়ুন ~