CMERI Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের চাকরি পর্থীদের জন্য আরো একটি সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে Central Mechanical Engineering Research Institute তে নানা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 16 টি শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থীদের এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ তে উপটিস্থিত হতে হবে। চাকরির সবন্ধে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
নিয়োগ সংস্থা | Central Mechanical Engineering Research Institute(CMERI) |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | 16 টি |
বেতন | Rs.20,000 – 31,000/- |
আবেদন মোড | সরাসরি ইন্টারভিউ |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | cmeri.res.in |
CMERI তে নিয়োগ ২০২২-২৩ | CMERI Recruitment 2022-23
পদের নাম – Post Name
পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে Central Mechanical Engineering Research Institute (CMERI) দ্বারা বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। পদের নামগুলি নিচের সারণিতে উল্লিখিত রয়েছে।
মোট শূন্যপদ – Total Vacancy
এখানে সব মিলিয়ে মোট 16 টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Project Associate I | 10 টি |
Project JRF | 1 টি |
Project Associate II | 1 টি |
Project Assistant | 4 টি |
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
CMERI Project Associate Recruitment 2022-23 তে যে পদের জন্য আবেদন করবেন তার ভিত্তিতে যথাক্রমে M.Sc/ B.E/B.Tech in Mechanical/ Electrical/ Electronics/ Computer Science/Information Technology করে থাকা প্রয়োজন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
বয়সসীমা – Age Limit
CMERI Project Associate Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা হলো 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর এবং 50 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। 01/01/2022 তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।
বেতন – Salary
এখানে প্রত্যেক পদের জন্য ভিন্ন বেতনের ব্যাবস্থা রয়েছে। পদ অনুযায়ী বেতন তালিকায় উল্লিখিত রয়েছে –
- Project Associate – I: 25,000/-
- Project JRF: 31,000/-
- Project Associate – I: 31,000/-
- Project Assistant: 20,000/-
আবেদন পদ্ধতি – Apply Process

Central Mechanical Engineering Research Institute Recruitment 2022-23 তে আগেথেকে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোকরে পড়ুন। আপনি যদি আবেদন করার জন্য যোগ্য হন তাহলে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট সময় ইন্টারভিউয় এর স্থানে উপস্থিত থাকলেও হবে।
আবেদন ফী – Application Fee
এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফী রাখাহয়নি।
ইন্টারভিউ এর স্থান – Interview Place
CSIR-Central Mechanical Engineering Research Institute (CSIR-CMERI), Mahatma Gandhi Avenue, Durgapur – 713 209, Paschim Bardhaman, West Bengal
নিয়োগ প্রক্রিয়া – Selection Process
এখানে আবেদনকারী পর্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শিক্ষাগত যোগ্যতা পূরণ করলেই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 29.11.2022 |
ইন্টারভিউ এর তারিখ | 08.12.2022 09.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: cmeri.res.in
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |