রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, প্রতিমাসে ২০ থেকে ৩৫ হাজার টাকা বেতন

CMOH Coochbehar Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১৯ শূন্যপদে Staff Nurse, Counsellor সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের ২০,০০০/- থেকে ৩৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ০৩ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাOffice of the Chief Medical Officer of Health, Coochbehar
পদের নামStaff Nurse, Counsellor সহ আরো বিভিন্ন
মোট শূন্যপদ১৯ টি
বেতন (₹)২০,০০০ – ৩৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন বা অফলাইন
স্থানকোচবিহার, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটcoochbehar.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নিয়োগ ২০২৩

পদের নাম

কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি বিস্তারিত নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Staff Nurse
  • Counsellor
  • Block Public Health Manager
  • Block Data Manager
  • Laboratory Technician
  • Block Epidemiologist

মোট শূন্যপদ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ১৯ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Staff Nurse০১ টি
Counsellor০১ টি
Block Public Health Manager০৫ টি
Block Data Manager০৩ টি
Laboratory Technician০৬ টি
Block Epidemiologist০৩ টি

শিক্ষাগত যোগ্যতা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আবেদন করা জন্য প্রার্থীদের যোগ্যতা যেকোনো স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাস, ডিপ্লোমা, B.Sc স্নাতক, BUMS, BHMS, BAMS, M.Sc স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Staff Nurse২৫,০০০/-
Counsellor২০,০০০/-
Block Public Health Manager৩৫,০০০/-
Block Data Manager২২,০০০/-
Laboratory Technician২২,০০০/-
Block Epidemiologist৩৫,০০০/-

আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত তথ্য অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে। আবেদন সম্পন্ন করা হয়ে গেলে রেফারেন্স জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

অফলাইনে মাধ্যমে আবেদন করা জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স কপি যুক্ত করে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের ৫০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

কোচবিহার জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো ০৩ আগষ্ট ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তারপরে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৭.০৭.২০২৩
আবেদন শুরু১৯.০৭.২০২৩
আবেদন শেষ০৩.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: coochbehar.gov.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment