সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, বেতন ১৩ থেকে ৩০ হাজার টাকা

CMOH Darjeeling Recruitment 2023 : প্ৰিয় চাকরি প্রার্থীরা আপনাদের প্রত্যেকের জন্য একটি চাকরি খবর। CMOH এর তরফ থেকে মেডিক্যাল অফিসার,বিশেষজ্ঞ, স্টাফ নার্স,কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ( ANM ) মোট ২৯ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কিভাবে আবেদন করবেন ? আবেদনের জন্য কি যোগ্যতা লাগবে ? বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ ভালোভাবে পড়ুন।

সংস্থার নামCMOH ( চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ, দার্জিলিং)
পদের নামমেডিক্যাল অফিসার, বিশেষজ্ঞ,স্টাফ নার্স, ANM ( কমিউনিটি health assistant
মোট শূন্যপদ২৯ টি
বেতন১৩,০০০ – ৩০,০০০/-
আবেদন মোডঅফলাইন
স্থানপশ্চিমবঙ্গ
চাকরির ধরনসরকারি চাকরি
ওয়েবসাইটwbhealth.gov. in

দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ (CMOH Darjeeling Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে দার্জিলিং জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • মেডিক্যাল অফিসার
  • বিশেষজ্ঞ
  • স্টাফ নার্স
  • ANM (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট)

মোট শূন্যপদ (Total Vacancy)

CMOH Darjeeling Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ২৯টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
মেডিক্যাল অফিসার ৭ টি
বিশেষজ্ঞ ৮ টি
স্টাফ নার্স ৭ টি
ANM (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট) ৭ টি
মোট শূন্যপদ ২৯ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

CMOH Darjeeling Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের অবশ্যই MBBS/ স্নাতকোত্তর ডিগ্রি /DNB / ডিপ্লোমা /B. SC / GNM কোর্স /ANM কোর্স পাস করা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদ আলাদা বয়াসীমা রয়েছে। বয়সসীমা সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামবয়সসীমা
মেডিক্যাল অফিসারসর্বোচ্চ ৬২ বছর
বিশেষজ্ঞসর্বোচ্চ ৬২ বছর
স্টাফ নার্সসর্বোচ্চ ৪০ বছর
ANM ( কমিউনিটি হেলথ এসিস্টেন্ট )২১ বছর থেকে ৪০ বছর

বেতন (Salary)

CMOH Darjeeling Recruitment 2023-তে নির্বাচিত পর্থীদের প্রতিমাসে ১৩,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
মেডিক্যাল অফিসার৬০,০০০/-
বিশেষজ্ঞ৩,০০০/- টাকা Per Day ( 3 Day Work in Week )
স্টাফ নার্স২৫,০০০/-
ANM ( কমিউনিটি হেলথ এসিস্টেন্ট )১৩,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

CMOH Darjeeling Recruitment 2023-তে পর্থীদের আগের থেকে আবেদন করার প্রয়োজন নেই। প্রথমে নিচের দেওয়া অফিসের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে দেখুন আপনি আবেদন করার জন্য যোগ্য কিনা। যদি যোগ্য হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট তারিখে নিচের দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকলেই হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

CMOH Darjeeling Recruitment 2023

ইন্টারভিউ এর স্থান

The Office of the Chief Medical Officer of Health, Daljeeling-& District Hevalth & – ‘ Family Welfare Samiti, Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark-Near Bhutia Market, Siliguri-734001

ইন্টারভিউর তারিখ

পদের নামইন্টারভিউ তারিখ
মেডিক্যাল অফিসার২৩.০২.২০২৩
বিশেষজ্ঞ২৩.০২.২০২৩
স্টাফ নার্স২৪.০২.২০২৩
ANM (কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট )২৪.০২.২০২৩

গুরুত্বপূর্ন লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment