CNCI Lower Division Clerk And Laboratory Technician Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি নতুন চাকরির খবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে এবং সব মিলিয়ে এখানে মোট ৪০ টি শূন্যপদ রয়েছে। আপনারা এখানে আগামী ২৮এই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ নিবন্ধটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Chittaranjan National Cancer Institute (CNCI) |
---|---|
পদের নাম | Lower Division Clerk ও Laboratory Technician |
মোট শূন্যপদ | ৪০ টি |
বেতন (₹) | ১৯,৯০০/- থেকে ৯২,৩০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড |
ওয়েবসাইট | nta.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউট এর পক্ষ থেকে Lower Division Clerk এবং Laboratory Technician পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
CNCI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৪০ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Lower Division Clerk – ১০টি শূন্যপদ
- Laboratory Technician – ৩০টি শূন্যপদ
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে তে Lower Division Clerk পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি করে থাকতে হবে। Laboratory Technician পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ল্যাবরেটরী ডিগ্ৰি করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে Lower Division Clerk পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে এবং Laboratory Technician পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩২ বছর বয়সে মধ্যে হতে হবে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতনের পরিমাণ নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Lower Division Clerk | ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- |
Laboratory Technician | ২৯,২০০/- থেকে ৯২,৩০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-তে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা সম্পূর্ণ পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- এরপর নাম, ইমেইল, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড দিয়ে রেজিষ্টেশন করুন।
- আগের থেকে রেজিস্ট্রেশন করা থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
- এরপর সাঠিভাবে অনলাইন আবেদনপত্রটি পূরণ করুন।
- আবেদন নম্বর সংরক্ষিত/লিখে রাখুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- পাসপোর্ট সাইজ ফটো
- স্বাক্ষর
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- জন্ম প্রমাণপত্র
- কস্ট সার্টিফিকেটে
আবেদন মূল্য (Application Fee)
CNCI LDC & Laboratory Technician Recruitment 2023 এর বিজ্ঞপ্তি অনুসারে এখানে সাধারণ, EWS এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে ১০০০ টাকা এবং SC/ST ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৬০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। PwDs প্রার্থীদের কোনো প্রকার আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-তে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো ২৮ মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-তে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরি প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং টাইপিং টেস্ট এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পশ্চিমবঙ্গের আসানসোল, কলকাতা, হুগলি এবং শিলিগুড়িতে পরীক্ষার কেন্দ্র রয়েছে। পরীক্ষার সিলেবাস এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি টি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৯.০৪.২০২৩ |
আবেদন শেষ | ২৮.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: www.cnci.ac.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |