চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে পার্ট টাইম কাজের সুযোগ, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ

CNCI Part Time Radiologist Recruitment 2023: আপনি যদি পার্ট টাইম কাজের সন্ধান করছেন, তাহলে আপনার জন্য একটি পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে পার্ট টাইম রেডিওলজিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদনকারীর প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি সুবিধা এবং আবেদন করতে পারবেন এই নিয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাChittaranjan National Cancer Institute (CNCI)
পদের নামPart Time Radiologist
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইন্টারভিউ
স্থানকলকাতা
ওয়েবসাইটcnci.org.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে নিয়োগ ২০২৩

পদের নাম

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে Part Time Radiologist পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রেডিওডায়াগনোসিসে ডিএনবি কমপ্লিট করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী বয়স অবশ্যই ৫০ বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ২১শে আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

এখানে Part Time Radiologist পদে নির্বাচিত প্রার্থীদের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে Part Time Radiologist পদে কোন রকম আলাদা ভাবে আবেদন করা প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিদির্ষ্ট সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য সকল জাতিভুক্তদের আবেদন মূল্য হিসাবে ২০০/- টাকা ধার্য করা হয়েছে।

ইন্টারভিউ স্থান

2nd Compus Of Chittaranjan National Cancer Institute, Street No. 299, Plot No. DJ-01, Premises No 02-0321, Action Area -1D, New Town, Rajarhat, Kolkata – 700160

ইন্টারভিউ তারিখ

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০১ আগষ্ট ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২১.০৭.২০২৩
ইন্টারভিউ তারিখ০১.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: cnci.ac.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment