CNCI Recruitment 2022: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 8 টি শূন্যপদে সিনিয়র রেসিডেন্টের পদে নিয়োগ করা হবে। এখানে আগেথেক আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী ও যোগ্য পার্থী সরাসরি 23 ডিসেম্বর 2022 তারিখ ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে। আরো বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Chittaranjan National Cancer Institute (CNCI) |
---|---|
পদের নাম | Senior Resident |
মোট শূন্যপদ | 8 টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
আবেদন পদ্ধতি | ইন্টারভিউ |
চাকরির ধরন | সরকারি চাকরি |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | cnci.org.in |
টেলিগ্রাম | Join Here |
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-তে নিয়োগ ২০২২-২৩ | CNCI Recruitment 2022-23
পদের নাম – Post Name
এখানে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দ্বারা সিনিয়র রেসিডেন্টের (Senior Resident) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ – Total Vacancy
CNCI Recruitment 2022-23 তে সবমিলিয়ে মোট 8 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
CNCI Senior Resident Recruitment 2022-23 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে থেকে নির্দিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করে থাকতে হবে।
বয়সসীমা – Age Limit
এখানে সর্বোচ্চ 37 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে বয়স ছাড়ের ব্যাপারে কিছু উল্লেখ করা নেই।
আবেদন পদ্ধতি – Apply Process
CNCI Senior Resident Recruitment 2022-23 তে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তারসঙ্গে যুক্ত আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপর এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর তারিখ নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ এর জন্য উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ এর ঠিকানা
চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের ২য় ক্যাম্পাস , রাস্তার নম্বর 299, প্লট নম্বর ডিজে-01, প্রাঙ্গণ নম্বর 02-0321, অ্যাকশন এরিয়া-1D, নিউ টাউন, রাজারহাট, কলকাতা – 700156
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 15.12.2022 |
ইন্টারভিউর তারিখ | 23.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |