সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে চাকরির সুযোগ

CNCI Senior Resident Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে Senior Resident পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করা জন্য প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাChittaranjan National Cancer Institute
পদের নামSenior Resident
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
আবেদন মোডইন্টারভিউ
স্থানকলকাতা
ওয়েবসাইটcnci.org.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ ২০২৩

পদের নাম

কলকাতার চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Senior Resident

মোট শূন্যপদ

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Senior Resident পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৭ বছর বয়সের মধ্যে হতে হবে।

বেতন

এখানে আবেদন করার জন্য নিবার্চিত প্রার্থীদের প্রতিমাসে CNCI এর নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে Senior Resident পদে কোন রকম আগে থেকে আলাদা ভাবে আবেদন করার প্রয়োজন নেই সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ইন্টারভিউ স্থানে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে।

ইন্টারভিউ স্থান

CNCI, 1st Campus (Hazra)

ইন্টারভিউ তারিখ

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩০শে আগষ্ট ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৮.০৮.২০২৩
ইন্টারভিউ তারিখ৩০.০৮.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: cnci.org.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment