সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চিত্তরঞ্জন ইনস্টিটিউটে চাকরির সুযোগ, শীঘ্রই আবেদন করুন

CNCI Senior Resident Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদে Senior Resident পদে নিয়োগ করানো হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগ সংস্থাChittaranjan National Cancer Institute (CNCI)
পদের নামSenior Resident
মোট শূন্যপদ০৪ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
আবেদন মোডইন্টারভিউ
স্থানকলকাতা
ওয়েবসাইটcnci.org.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Senior Resident

মোট শূন্যপদ (Total Vacancy)

CNCI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সিনিয়র রেসিডেন্ট পদে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে সিনিয়র রেসিডেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৭ বছর বয়সের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের পক্ষ থেকে সিনিয়র রেসিডেন্ট পদে প্রার্থীদের এখানে আলাদা ভাবে কোন রকম আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারী প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো যুক্ত করে সঠিক সময়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০/- টাকা ধার্য করা হয়েছে।

ইন্টারভিউর ঠিকানা

2nd Campus of Chittaranjan National Cancer Institute, Street No.299, Plot No. DJ-01, Premises No 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata – 700160

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

চিওরঞ্জন ন্যাশেনাল ক্যান্সার ইনস্টিটিউটের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১৩ জুলাই ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬.০৭.২০২৩
ইন্টারভিউ তারিখ১৩.০৭.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: cnci.org.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a Comment