Cooch Behar Dist UBKV Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Subject Matter Specialist, Agromet Observer পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Cooch Behar Dist UBKV Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Uttar Banga Krishi Viswavidyalaya |
---|---|
পদের নাম | Subject Matter Specialist, Agromet Observer |
মোট শূন্যপদ | ০৪ টি |
বেতন (₹) | ৫,২০০/- থেকে ৩৯,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | https://www.ubkv.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ২০২৩ (Cooch Behar Dist UBKV Recruitment 2023)
পদের নাম (Post Name)
উওরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো – Subject Matter Specialist, Agromet Observer
মোট শূন্যপদ (Total Vacancy)
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে
পদের নাম | মোট শূন্যপদ |
Subject Matter Specialist | ০২ টি |
Agromet Observer | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Cooch Behar Dist UBKV Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Subject Matter Specialist পদে প্রার্থীদের অবশ্য Agrometeorology/ Meteorology/ Agronomy/ Agriculture Physics তে পোস্ট গ্ৰাজুয়েট পাশ করে থাকতে হবে এবং Agromet Observer পদে প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ সহ Agrometeorology বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হওয়া প্রয়োজন। এখানে বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
Cooch Behar Dist UBKV Recruitment 2023 তে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
Subject Matter Specialist | Rs. ১৫,৬০০/- থেকে ৩৯,১০০/- |
Agromet Observer | Rs. ৫,২০০/- থেকে ২০,২০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)

Cooch Behar Dist UBKV Recruitment 2023 তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন। তারপরে প্রার্থীরা সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন। এরপরে প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা, পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে। এবং ওই মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে যে পদে আবেদন করেছেন ওই পদের নাম।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- বসবাসের প্রমানপএ।
- জাতিগত শংসাপত্র।
- অভিজ্ঞতার শংসাপত্র।
- পাসপোর্ট সাইজের ছবি।
- অন্যান্য ডকুমেন্টস।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করা জন্য OBC/ GEN প্রার্থীদের ১০০০/- টাকা ধার্য করা হয়েছে। Subject Matter Specialist পদে আবেদন করা জন্য SC/ST/PWD প্রার্থীদের জন্য ৫০০/- টাকা ধার্য করা হয়েছে এবং Agromet Observer পদে আবেদন করা জন্য প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনে ঠিকানা
(Recruitment Section), Uttar Benga Krishi ViswaVidyalaya, P.O – Pundibari, Dist. Cooch behar, Pin.- ৭৩৬১৬৫, West Bengal
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
উওরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদনকারী প্রার্থীরা এখানে ০৯ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০.০২.২০২৩ |
আবেদন শুরু | ২০.০২.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদনপত্র (১): Apply Here
- আবেদনপত্র (২): Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |