Cooch Behar Panchanan Barma University Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Cooch Behar Panchanan Barma University |
---|---|
পদের নাম | Research Assistant |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ১১,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | cbpbu.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কোচবিহার পঞ্চানন বার্মা ইউনিভার্সিটিতে নিয়োগ ২০২৩ (Cooch Behar Panchanan Barma University Recruitment 2023)
পদের নাম (Post Name)
কোচবিহার জেলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – রিসার্চ অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ (Total Vacancy)
Cooch Behar Panchanan Barma University Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Cooch Behar Panchanan Barma University Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Humanities & Social Science -এ ৫৫% নাম্বার নিয়ে Ph.D./M.Phil./NET পোস্ট গ্ৰাজুয়েট পাশ করে থাকতে হবে।
বেতন (Salary)
কোচবিহার জেলার পঞ্চানন বর্মা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারি প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আলাদা ভাবে আবেদন করা কোন প্রয়োজন নেই। প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে ইন্টারভিউ স্থানে সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
Dr. Abhijit Mondal, Assistant Professor & Project Director of ICPR Minor Project, Department of Sanskrit, Cooch Behar Panchanan Barma University, Panchanan Nagar, Vivekananda Street, Cooch Behar ৭৩৬১০১, West Bengal.
ইন্টারভিউ তারিখ
কোচবিহার জেলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনকারি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩ মার্চ ২০২৩ তারিখ। দুপুর ১২ টা।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.০২.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০৩.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |