CSB Clerk Recruitment 2023: কেন্দ্রীয় সিল্ক বোর্ডে ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগ – ১৪২ টি শূন্যপদ

CSB Clerk Recruitment 2023: ভারতের ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা Central Silk Board (CSB)-তে কেন্দ্রীয় সিল্ক বোর্ডে গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ১৬এই জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কেন্দ্রীয় সিল্ক বোর্ড (CSB)-তে ক্লার্ক নিয়োগ ২০২৩-তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাCentral Silk Board (CSB)
পদের নামGroup-A, Group-B এবং Group-C
মোট শূন্যপদ১৪২ টি
বেতন (₹)১৯,৯০০ – ১,৭৭,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন প্রক্রিয়াঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.cab.gov.in
টেলিগ্রামJoin Here

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 👉 এখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সিল্ক বোর্ডে নিয়োগ ২০২৩ (CSB Clerk Recruitment 2023)

পদের নাম (Post Name)

কেন্দ্রীয় সিল্ক বোর্ড-তে গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি এর নানা পদে নিয়োগ করা হবে, পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
  • কম্পিউটার পোগ্রামার
  • অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (প্রশাসন)
  • অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট (কারিগরি)
  • স্টেনোগ্রাফার (গ্রেড-১)
  • গ্রন্থাগার ও তথ্য সহকারী
  • জুনিয়র ইঞ্জিনিয়ার
  • জুনিয়র অনুবাদক (হিন্দি)
  • উচ্চ বিভাগের ক্লার্ক
  • স্টেনোগ্রাফার (গ্রেড-২)
  • মাঠ সহকারী
  • রান্না

মোট শূন্যপদ (CSB Clerk Recruitment 2023 Total Vacancy)

এখানে গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি মিলে মোট ১৪২ টি শূন্যপদ রয়েছে। পদ ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।

পদের নামশূন্যপদের সংখ্যা
Assistant Director (Administration & Accounts)৪ টি
Computer Programmer১ টি
Assistant Superintendent (Administration)২৫ টি
Assistant Superintendents (Technical)৫ টি
Stenographer (Grade-I)৪ টি
Library and Information Assistant২ টি
Junior Engineer৫ টি
Junior Translator (Hindi)৪ টি
Upper Division Clerk৮৫ টি
Stenographer (Grade-II)৪ টি
Field Assistant১ টি
Cook২ টি
মোট শূন্যপদ১৪২ টি

শিক্ষাগত যোগ্যতা (CSB Clerk Recruitment 2023 Educational Qualification)

এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। কোন পোদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন। এখানে আবেদন করার জন্য যথাক্রমে মাধ্যমিক, ডিপ্লোমা, সিএ, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি, ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, স্নাতকোত্তর ডিপ্লোমা, এমএসসি, এমবিএ ইত্যাদি যোগ্যতার প্রয়োজন।

বয়সসীমা (Age Limit)

CSB Clerk Recruitment 2023-তে আবেদন করার সর্বনিম্ন বয়সসীমা রয়েছে ১৮ বছর। এবং সর্বোচ্চ বয়সসীমা রয়েছে কিছু কিছু পদের ক্ষেত্রে ২৫ বছর এবং কিছু কিছু পদের ক্ষেত্রে ৩০ ও ৩৫ বছর। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স স্যারের ব্যবস্থা রয়েছে। পদ অনুযায়ী বয়স সীমা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বেতন (Salary)

পদের নামবেতন (₹)
Assistant Director (Administration & Accounts)৫৬,১০০ – ১,৭৭,৫০০/-
Computer Programmer৪৪,৯০০ – ১,৪২,৪০০/-
Assistant Superintendent (Administration)৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Assistant Superintendents (Technical)৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Stenographer (Grade-I)৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Library and Information Assistant৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Junior Engineer৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Junior Translator (Hindi)৩৫,৪০০ – ১,১২,৪০০/-
Upper Division Clerk২৫,৫০০ – ৮১,১০০/-
Stenographer (Grade-II)২৫,৫০০ – ৮১,১০০/-
Field Assistant২১,৭০০ – ৬৯,১০০/-
Cook১৯,৯০০ – ৬৩,২০০/-

আবেদন পদ্ধতি (CSB Clerk Recruitment 2023 Apply Online)

CSB-তে Group-A, Group-B এবং Group-C পদের জন্য আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে www.csb.gov.in ওয়েবসাইট খুলুন।
  • তারপর Job Opportunity তে ক্লিক করুন।
  • Application Registration করুন।
  • আবেদন মূল্য জমা করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এডমিশনের টিকিট বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন।

Note* Application Registration করার, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার এবং আবেদন মূল্য জমা দেওয়ার কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে। তাই আবেদন করার আগে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সবকিছু পড়ে দেখবেন।

আবেদন মূল্য (CSB Clerk Recruitment 2023 Application Fee)

CSB Group-A Recruitment 2023- তে আবেদন করার জন্য ১০০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। CSB Group-B এবং Group-C তে আবেদন করার জন্য ৭৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST, PWD এবং মহিলা পর্থীদের কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (CSB Clerk Recruitment 2023 Last Date)

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো আগামী ১৬এই জানুয়ারি ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ পর্থীদের স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ রাজ্যে পরীক্ষার কেন্দ্র রয়েছে কলকাতা শহরে। পরীক্ষার সিলেবাস, নম্বর বিভাজন এবং নিয়মাবলী সম্পর্কে জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদন শুরু২৪.১২.২০২২
আবেদন শেষ১৬,০১.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “CSB Clerk Recruitment 2023: কেন্দ্রীয় সিল্ক বোর্ডে ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগ – ১৪২ টি শূন্যপদ”

Leave a Comment