CSB Recruitment 2022 Murshidabad: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো একটি সুখবর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কেন্দ্রীয় রেশম বোর্ড এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Central Silk Board (CSB) তে প্রকল্প সহকারীর (Project Assistant) পদে নিয়োগ করা হবে। এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে। এখানে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই, 27 সেপ্টেম্বর 2022 তারিখ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউর স্থানে পৌঁছাতে হবে। আরো বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন এবং অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করুন।
নিয়োগ সংস্থা | Central Silk Board (CSB) |
পদের নাম | Junior Research Fellow, Project Assistant |
মোট শূন্যপদ | 4 টি |
বেতন | 15,000 – 31,000/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | মুর্শিদাবাদ |
ওয়েবসাইট | csb.gov.in |
কেন্দ্রীয় রেশম বোর্ড তে নিয়োগ ২০২২ | CSB Recruitment 2022
পদের নাম | Post Name
এখানে Central Silk Board (CSB) এর তরফ থেকে Junior Research Fellow এবং Project Assistant পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification
এখানে আবেদন করার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা নিচে উল্লিখিত রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Junior Research Fellow | কীটবিদ্যা/প্রাণীবিদ্যা/জীবন বিজ্ঞান/সেরিকালচারে এমএসসি |
Project Assistant (PA1,2,3) | ডিগ্রি , অনার্স/সেরিকালচার/লাইফ সায়েন্সেস/কৃষিতে বিএসসি |
Project Assistant (PA4) | ডিগ্রি , অনার্স/সেরিকালচার/লাইফ সায়েন্সেস/কৃষিতে বিএসসি |
বয়সসীমা | Age Limit
CSB নিয়োগ 2022 এর Junior Research Fellow এবং Project Assistant পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা নিচের সরণিতে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|
Junior Research Fellow | 35 বছর |
Project Assistant (PA1,2,3) | 30 বছর |
Project Assistant (PA4) | 30 বছর |
মোট শূন্যপদ | Total Vacancy
CSB Recruitment 2022 তে সব মিলিয়ে মোট 5 টি শূন্যপদ রয়েছে। Junior Research Fellow পদে একটি শূন্যপদ, Project Assistant (PA1,2,3) পদে মোট তিনটি এবং Project Assistant (PA4) পদে একটি শূন্যপদ রয়েছে।
বেতন | Salary
Junior Research Fellow পদে প্রতিমাসে 21,000 টাকা থেকে শুরু করে 31,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। Project Assistant পদে প্রতিমাসে 15,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
পদের নাম | বেতন |
---|---|
Junior Research Fellow | 21,000 – 31,000/- |
Project Assistant (PA1,2,3) | 15,000 – 20,000/- |
Project Assistant (PA4) | 15,000 – 20,000/- |
আবেদন পদ্ধতি | How To Apply CSB Recruitment 2022
CSB JRF And Project Assistant Recruitment 2022 তে আগে থেকে আবেদন করার প্রয়োজন নেই। যোগ্য পার্থী সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ এর স্থানে উপস্থিত থাকলেই হবে। আবেদন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন তথ্য নিচে উল্লেখ্য করা হয়েছে।
- প্রথমে csb.gov.in ওয়েবসাইটে যান।
- এরপর ক্যারিয়ার অপশনে গিয়ে JRF And Project Assistant এর নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
- বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন।
- অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ তে যান।
- ইন্টারভিউ এর ঠিকানা ও তারিখ নিচে দেওয়া রয়েছে।
ইন্টারভিউ/আবেদন এর ঠিকানা
Central Sericultural Research and Training Institute, Central Silk Board, Ministry of Textiles, Govt. of India, Berhampore – 742 101, District – Murshidabad, West Bengal, India.
ইন্টারভিউ/আবেদন এর তারিখ
CSB Recruitment 2022 তে JRF And Project Assistant পদে নিয়োগ এর ইন্টারভিউ নেওয়া হবে আগামী 27 সেপ্টেম্বর 2022।
নিয়োগ প্রক্রিয়া | CSB JRF And Project Assistant Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারী চাকরি পর্থীদের কোনোরকম পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: csb.gov.in
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group