CSB Recruitment 2023: ভারতের রেশম শিল্প দপ্তর, কেন্দ্রীয় সিল্ক বোর্ড (Central Silk Board)-এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ২০টি শূন্যপদে Scientist-B নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীরা এখানে আগামী ১৫ই মে ২০২৩ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, বেতন এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিজের সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Central Silk Board |
---|---|
পদের নাম | Scientist-B |
মোট শূন্যপদ | ২০টি |
বেতন (₹) | ৫৬,১০০ – ১,৭৭,৫০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | csb.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
কেন্দ্রীয় রেশম শিল্প দপ্তরে Group-B পদে কর্মী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
এখানে ভারতের রেশম শিল্প দপ্তর, কেন্দ্রীয় সিল্ক বোর্ড (CSB)-এর পক্ষ থেকে Scientist-B পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
কেন্দ্রীয় সিল্ক বোর্ড এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ২০টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল প্রযুক্তিতে BE/ B.Tech সম্পন্ন করতে হবে।
বয়সসীমা (Age Limit)
CSB Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এখানে ১৫.০৫.২০২৩ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে OBC পর্থীদের ৩ বছর, SC/ST পর্থীদের ৫ বছর, PWD পর্থীদের ১০ বছর, PWD (OBC) পর্থীদের ১৩ বছর এবং PWD (SC/ST) প্রার্থীদের ১৫ বছর বয়স ছাড় দেওয়া হবে।
বেতন (Salary)
কেন্দ্রীয় সিল্ক বোর্ডতে Scientist-B পদে প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে কেন্দ্রীয় শিল্প বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দোয়া আবেদন লিংকে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদক্ষেপ গুলো নিচে মধ্যে উল্লেখ করা হয়েছে।
- নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- SUBMIT APPLICATION-তে ক্লিক করুন।
- অনলাইন ফর্মটি পূরণ করে সাবমিট করুন।
- UPLOAD PHOTO AND SIGNATURE-তে ক্লিক করুন।
- নিজের ফটো এবং সিগনেচার আপলোড করুন।
- UPLOAD DOCUMENT-তে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- GENERATE POSTAL CHALLAN-তে ক্লিক করে চালান তৈরি করুন।
- PRINT APPLICATION-তে ক্লিক করে আবেদনটি প্রিন্ট আউট করুন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ১০০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা করতে হবে না।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
কেন্দ্রীয় সিল্ক বোর্ড (Central Silk Board)-তে Scientist-B পদে আবেদন করার শেষ তারিখ হলো ১৫এই মে, ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
কেন্দ্রীয় সিল্ক বোর্ড (Central Silk Board)-তে Scientist-B পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মানের ভিত্তিতে এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৪.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৪.২০২৩ |
আবেদন শেষ | ১৫.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: csb.gov.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |