Currency Note Press Recruitment 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরো সুখবর। পশ্চিমবঙ্গে নোট প্রেসের তরফ থেকে সুপারভাইজার, জুনিয়ার টেকনিশিয়ান সহ আরো বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্ৰাহী প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 16 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত। আগ্ৰাহী প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | CURRENCY NOTE PRESS, NASHIK ROAD |
---|---|
পদের নাম | Sopervisor |
মোট শূন্যপদ | 125 টি |
শিক্ষাগত যোগ্যতা | B.E/B.Tech/B.Sc |
আবেদন শেষ তারিখ | 16.12.2022 |
স্থান | সারা ভারত |
Currency Note Press Recruitment 2022
পদের নাম – Post Name
Currency note Press Recruitment 2022 -এর তরফ থেকে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।
- Supervisor Technical Operation Printing
- Supervisor Technical Operation Electrical
- Supervisor Technical Operation Electronics
- Supervisor Technical Operation Mechanical
- Supervisor Technical Operation Air conditioning
- Supervisor Environment
- Supervisor lnformation Technology
- Junior Technician Printing /Control
মোট শূন্যপদ – Total Vacancy
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সবমিলিয়ে মোট 125 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত নিচের ছকে দেওয়া রয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Sopervisor Technical Operation Printing | OBC – 01 ST – 01 UR – 07 EWS – 01 |
Supervisor Technical Operation Electrical | OBC – 01 UR – 01 |
Supervisor Technical Operation Electronics | OBC – 01 UR – 01 |
Supervisor Technical Operation Mechanical | OBC -01 UR -01 |
Supervisor Technical Operation Air conditioning | UR -01 |
Supervisor Environment | UR -01 |
Supervisor lnformation Technology | OBC -01 UR – 03 |
Junior Technician Printing/Control | OBC -28 SC – 15 ST – 07 UR – 43 EWS – 10 |
শিক্ষাগত যোগ্যতা -Currency Note Press Supervisor Jobs Educational Qualification
Currency note Press Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে B.E/B.Tech/B.Sc. ও প্রেন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা থাকা প্রয়োজন।
বয়সসীমা – Currency Note Press Supervisor Recruitment Age Limit
Currency notes Press Recruitment 2022 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Supervisor পদে আবেদন করা জন্য 18 থেকে 30 বছর এবং Junir Technician Printing/Control পদে আবেদন করা জন্য 18 থেকে 25 বছর বয়স হওয়া প্রয়োজন। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস টি দেখুন।
বেতন – Currency Note Press Supervisor Salary
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের প্রতিমাসে 18,780 /- থেকে 95,910/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – Currency Note Press Supervisor Apply Process
আগ্ৰাহী প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীরা রেজিস্ট্রেশন করা সময় যেন বৈধ ইমেইল আইডি,মোবাইল নাম্বার, সিগনেচার, আবেদন ফি রশিদ সহ আরো বিভিন্ন তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আবেদন ফি রশিদ।
- পাসপোর্ট সাইজের ফটো।
- নিজস্ব সিগনেচার।
আবেদন ফি – Application Fee
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে OBC/UR/EWS চাকরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে 600 টাকা দিতে হবে। এবং SC/ST/PWBD চাকরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে 200 টাকা দিতে হবে। প্রার্থীরা এখানে আবেদন ফি জমা করবেন Credit card, Net Banking, Debit card এর মাধ্যমে।
আবেদন শেষ তারিখ – Application Last Date
আবেদনকারীরা এখানে আগামী 16 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি – Currency Note Press Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারীদের প্রথমে কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পর্থীদের নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Detes
বিজ্ঞপ্তি প্রকাশিত | 26.11.2022 |
আবেদন শুরু | 26.11.2022 |
আবেদনের শেষ তারিখ | 16.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আবেদন লিঙ্ক – Apply Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |