আবার আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, মোট 27 টি শূন্যপদ | Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে 11.10.2022 থেকে 04.11.2022 তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাGovt Of West Bengal
পদের নামআশা কর্মী
মোট শূন্য পদ27 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদন মোডঅফলাইন
স্থানদক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটddinajpur.nic.in

দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ | Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022

পদের নাম ~ দক্ষিণ দিনাজপুর জেলায় চাকরি প্রার্থীদের আশা কর্মী পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ ~ Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 তে এখানে মোট 27 টি শূন্য পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ~ Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 তে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।

বয়সসীমা ~ এখানে আবেদন করা জন্য সর্বনিম্ন বয়সসীমা 30 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST চাকরি প্রার্থীরা 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।

বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 4,500/- টাকা বেতন দেওয়া হবে এবং কাজের উপর ভিত্তি করে ভাতা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 Apply Process

যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে সুবিধা না থাকায় চাকরি প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিশ থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে, এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে আবেদনপত্রটি নিজ নিজ বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে।

আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~

  • বয়সের প্রমানপএ।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র।
  • স্থায়ী বাসিন্দার প্রমানপএ।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমানপএ।
  • দু কপি পাসপোর্ট সাইজের ছবি।

অন্যান্য যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীদের অবশ্যই মহিলা হতে হবে। এখানে কেবল মাত্র বিবাহিতা/ ডিভোসী/বিধবা মহিলার আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট গ্ৰামের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন গুরুত্বপূর্ণ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে 11.10.2022 তারিখ থেকে এবং আবেদন শেষ হবে 04.11.2022 তারিখ।

নিয়োগ পদ্ধতি | Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 Selection Process

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 তে আবেদনকারী চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

বিজ্ঞপ্তি প্রকাশিত27.09.2022
আবেদন শুরু11.10.2022
আবেদন শেষ তারিখ04.11.2022
অফিশিয়াল নোটিস 1Download PDF
অফিশিয়াল নোটিস 2Download PDF
অ্যাপ্লিকেশন ফর্ম 1Download PDF
অ্যাপ্লিকেশন ফর্ম 2Download PDF
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের টেলিগ্ৰামে লিঙ্কJoin Here

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 সম্পর্কিত প্রশ্নোত্তর

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022

দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ তে কতগুলি শূন্যপদ আছে?

দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ তে মোট 27 টি শূন্যপদ আছে।

দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ তে আবেদন শুরু কত তারিখ?

দক্ষিণ দিনাজপুর জেলায় আশা কর্মী নিয়োগ ২০২২ তে আবেদন শুরু 11 অক্টোবর 2022।

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ কত?

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 তে আবেদনের শেষ তারিখ হলো 04 নভেম্বর 2022।

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?

Dakshin Dinajpur ASHA karmi Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment