রাজ্যের DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে, প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন

No Comments

Photo of author

By banglaportal.in

Dakshin Dinajpur DM Office Data-Entry-Operator 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার DM অফিসের পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে ০২ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাOffice of the District Magistrate & Collector Dakshin Dinajpur
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)১১,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানদক্ষিণ দিনাজপুর
ওয়েবসাইটddinajpur.nic.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

দক্ষিণ দিনাজপুর জেলার DM অফিসে নিয়োগ ২০২৩

পদের নাম

দক্ষিণ দিনাজপুর জেলার DM অফিসের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – ডাটা এন্ট্রি অপারেটর।

মোট শূন্যপদ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন

এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

  • দক্ষিণ দিনাজপুর জেলার ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • আবেদনকারী প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপরে প্রার্থীদের মোবাইল নম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • তারপরে লগইন করে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।
  • এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
  • তারপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে।
  • আবেদন সম্পন্ন হলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্টআউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ

দক্ষিণ দিনাজপুর জেলার DM অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে অনলাইনের মাধ্যমে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ০৫ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত।

নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপরে কম্পিউটার পরীক্ষা ও ব্যাক্তিত্ব যাচাই করে প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৯.০৯.২০২৩
আবেদন শুরু২০.০৯.২০২৩
আবেদন শেষ০৫.১০.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: ddinajpur.nic.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

Leave a comment